shono
Advertisement

ভারতের আর্থিক বৃদ্ধি নড়বড়ে, নাও পূরণ হতে পারে লক্ষ্যমাত্রা, আশঙ্কা রিজার্ভ ব্যাংকের শীর্ষ অর্থনীতিবিদের

খারাপ খবর ভারতের অর্থনীতির জন্য!
Posted: 07:14 PM Feb 26, 2023Updated: 07:14 PM Feb 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু’বছরের তুলনায় আগামী অর্থবর্ষে স্লথ হচ্ছে দেশের আর্থিক বৃদ্ধি। বাজেটের আগে আর্থিক সমীক্ষায় এমনটাই ইঙ্গিত মিলেছিল। সেইমতো দেশের জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রাও কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার আরও বড় আশঙ্কার কথা শোনালেন রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির সদস্য জয়ন্ত আর বর্মা (Jayantha R Verma)। তাঁর দাবি, ভারতের আর্থিক বৃদ্ধি এই মুহূর্তে এতটাই নড়বড়ে যে আগামী বছরের সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়েও সংশয় আছে।

Advertisement

জয়ন্ত আর বর্মার আশঙ্কা, চলতি বছর ভারতের মুদ্রাস্ফীতির (Inflation) হার উপরের দিকেই থাকবে। তবে আগামী বছর সেটা অনেকটাই কমবে। অর্থাৎ আগামী বছর মূল্যবৃদ্ধির মার থেকে সামান্য স্বস্তি পেতে পারে দেশবাসী। যদিও সেটাকে বিশেষ ভাল লক্ষণ বলে মনে করছেন না রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির সদস্য। তিনি বলছেন, ইএমআইয়ের (EMI) চাপে সাধারণ নাগরিকের হাতে টাকার পরিমাণ কমা শুরু করবে। ফলে বাজারে চাহিদা কমবে। সেটাই মুদ্রাস্ফীতি হ্রাসের কারণ হবে।

[আরও পড়ুন: অলৌকিক? ২০ ফুট গভীর কুয়োতে পড়েও জীবিত সদ্যোজাত, রাতভর ফণা তুলে পাহারায় সাপ]

রিজার্ভ ব্যাংকের (Reserve Bank) নীতি নির্ধারক কমিটির অন্যতম সদস্যের দাবি, ভারতের আর্থিক বৃদ্ধি বেশ ভঙ্গুর। মনে হচ্ছে না যে আমাদের যে পরিমাণ বৃদ্ধি প্রয়োজন সেটা এবার অর্জন করা সম্ভব হবে। তাঁর দাবি, সুদের হার বৃদ্ধি, মুদ্রাস্ফীতির হার, এবং একাধিক চ্যালেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে বৃদ্ধির হার বজায় রাখাটা বেশ কঠিন হবে ভারতের জন্য।

[আরও পড়ুন: আইপিএলের সেরা ৫ তরুণদের মধ্যে গিল বাদ কেন? ভাজ্জির প্রশ্নের জবাব দিলেন সৌরভ]

উল্লেখ্য, চলতি বছর রিজার্ভ ব্যাংক ৭ শতাংশ হারে জিডিপি বৃদ্ধির (GDP Growth) পূর্বাভাস দিয়েছিল। কিন্তু আর্থিক সমীক্ষা বলা হয়েছে, সরকার সেই লক্ষ্যপূরণে ব্যর্থ। দেশের আর্থিক বৃদ্ধির হার চলতি বছর হতে পারে ৬.৫ শতাংশ। অর্থাৎ চলতি বছরও লক্ষ্যপূরণ হয়নি। আগামী বছর রিজার্ভ ব্যাংক এমনিই কমিয়ে ৬.৪ শতাংশ করেছে। সেটাও যদি পূরণ না হয়, তাহলে সেটা ভারতের অর্থনীতির জন্য স্বস্তির খবর হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement