সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু নগদ টাকা নয়, এটিএমে বোতাম টিপলে এবার মিলবে একেবারে খাঁটি সোনা। দেশে প্রথমবার অভিনব এই 'গোল্ড এটিএম' বসল দক্ষিণের কর্নাটক রাজ্যে। কর্নাটকের 'তুমকুর মার্চেন্টস ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি'র (TMCC) উদ্যোগে বসেছে এই সোনালি এটিএম। সংস্থার তরফে এর নামকরণ করা হয়েছে 'টিএমসিসি গোল্ডসিক্কা'।
সংস্থার তরফে জানা গিয়েছে, এই এটিএমে গ্রাহকরা ২৪ ক্যারেটের খাঁটি সোনার কয়েন পাবেন। ০.৫, ১, ২, ৫ ও ১০ গ্রামের সোনার কয়েন মিলবে। শুধু তাই নয়, বাজারে সোনার বর্তমান দাম অনুযায়ী এই সোনা কিনতে পারবেন গ্রাহকরা। অভিনব এই এটিএমের উদ্বোধনে উপস্থিত ছিলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর, সংস্থার চেয়ারম্যান জয়কুমার-সহ অন্যান্য ভিভিআইপিরা। শুধু গয়না নয়, খাটি ২৪ ক্যারেট সোনা সহজে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সংস্থা। গোল্ড কয়েন এটিএম লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগেই এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে টিএমসিসি।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই এটিএমের দৌলতে অত্যন্ত সহজে যে কেউ সোনা কিনতে পারবেন। এর জন্য বাড়তি খরচও বইতে হবে না। এটিএমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিউ আর কোডের মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে। সোনার পাশাপাশি রুপোর জন্য শীঘ্রই একই রকম এটিএম বসানো হবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে এই পদ্ধতিতে ছোটখাট গয়নাও এটিএমের মাধ্যমে পৌঁছে দিতে উদ্যোগী এই সংস্থা।
উল্লেখ্য, সেই আদিকাল থেকে ভারতীয়দের কাছে বিনিয়োগের অন্যতম পছন্দ সোনা। আরও স্পষ্টভাবে বললে সোনার গয়না। বর্তমান সময়ে বিনিয়োগের অন্যান্য নানা বিকল্প তৈরি হলেও সোনায় ভাটা পড়েনি। বরং সোনায় বিনিয়োগের জন্য ডিজিটাল গোল্ড, সরকারি উদ্যোগে 'সোভেরেজন গোল্ড বন্ড' চালু হয়েছে। এবার এই 'গোল্ড এটিএম' ২৪ ক্যারেট সোনায় সরাসরি বিনিয়োগের অভিনয় উপায় হিসেবে দেখছে বিশেষজ্ঞরা।