shono
Advertisement

কান ফিল্মোৎসবে ‘গ্লাস লায়ন’পেল মুম্বইয়ের রূপান্তরকামীদের ব্যান্ড

সবাইকে টেক্কা দিয়ে এই গানের লড়াইয়ে নিজেদের জায়গা পোক্ত করে ফেলেন ফিদা, রবিনা, আশা, কোমল, চাঁদনি আর ভাবিকা। The post কান ফিল্মোৎসবে ‘গ্লাস লায়ন’ পেল মুম্বইয়ের রূপান্তরকামীদের ব্যান্ড appeared first on Sangbad Pratidin.
Posted: 10:58 PM Jul 10, 2016Updated: 04:46 PM Jun 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও প্রতিযোগিতাই খুব একটা সহজ হয় না। এটা তো ছিল আরও কঠিন! একে প্রতিযোগিতার প্রেক্ষাপট কান চলচ্চিত্র উৎসব, তায় প্রতিযোগীর দঙ্গল সারা বিশ্বজোড়া।

Advertisement

তার মধ্যেই গ্র্যান্ড পিক্স গ্লাস লায়ন অ্যাওয়ার্ড উঠে এল ভারতের রূপান্তরকামীদের হাতে। সবাইকে পিছনে ফেলে সৃষ্টিশীলতার নিরিখে সেরার শিরোপা দখল করে নিল মুম্বইয়ের ৬ প্যাক ব্যান্ড।
অভিনব নজির, সন্দেহ নেই। কিন্তু, ৬ প্যাক ব্যান্ডের যাত্রাপথে চোখ রাখার আগে ফিরে তাকাতে হবে গ্লাস লায়ন অ্যাওয়ার্ডের দিকে।
ঠিক এই বছরেই কান চলচ্চিত্র উৎসবের পুরস্কারের তালিকায় স্থান পেয়েছে এই কাচের সিংহ। পুরস্কারটি বিশেষ করে আলোকপাত করতে চেয়েছে লিঙ্গবৈষম্যের দিকে। সারা পৃথিবী জুড়েই যাঁরা লিঙ্গবৈষম্যজাত অপমানের শিকার, তাঁদের প্রতিবন্ধকতাকে কুর্নিশ করতেই কান-এর এই উদ্যোগ। সে কারণে এই পুরস্কারের বিভাগটি সেজে উঠেছিল ‘লাইক আ গার্ল’ এবং ‘আই উইল হোয়াট আই ওয়ান্ট’ হ্যাশট্যাগে।
নতুন এই পুরস্কারের বিভাগটির কথা জানার পরে ৬ প্যাক ব্যান্ডের কর্ণধার সমীর টন্ডন তাঁর দলের গানের একটি ভিডিও পাঠিয়ে দেন কান-এ। বাকিটা এখন সাফল্যের ইতিহাস। ঠিক যে সাফল্য দীর্ঘ ৯ মাস অনুসন্ধানের পরে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সমীর।
সমীর চেয়েছিলেন, ভারতের রূপান্তরকামীরা কিছু একটা করে দেখাক! শুধু ট্রাফিক সিগন্যাল বা ট্রেনে ভিক্ষা নয়, বরং তাঁদের এগিয়ে যাওয়ার হাতিয়ার হোক গান। সেই লক্ষ্যে মুম্বইয়ের রেল স্টেশন, ট্রাফিক সিগন্যালে ঘুরে ঘুরে তাঁরা অডিশন নিতে থাকেন রূপান্তরকামীদের।
তার পর?
সবাইকে টেক্কা দিয়ে এই গানের লড়াইয়ে নিজেদের জায়গা পোক্ত করে ফেলেন ফিদা, রবিনা, আশা, কোমল, চাঁদনি আর ভাবিকা। ঠিক যেমনটা তাঁরা করে দেখালেন কান-এর গ্র্যান্ড পিক্স গ্লাস লায়ন পুরস্কার দখল করেও!
নিচের এই ভিডিওয় দেখুন তাঁদের প্রথম মিউজিক ভিডিও ‘হাম হ্যায় হ্যাপি’! যে কথাটা পুরস্কার জেতার পরে আবার বলছেন তাঁরা!

The post কান ফিল্মোৎসবে ‘গ্লাস লায়ন’ পেল মুম্বইয়ের রূপান্তরকামীদের ব্যান্ড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement