সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া সেরা নীরজ চোপড়া (Neeraj Chopra)। হাংঝৌ থেকে সোনা এনেছেন তিনি। এবার কি তাঁর মুকুটে আরও একটি পালক জুড়বে? পুরুষদের বিশ্বসেরা অ্যাথলিট হওয়ার দৌড়ে রয়েছেন ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার।
নীরজ চোপড়ার সঙ্গে লড়াইয়ে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রায়ান ক্রাউজার (শট পাট), সুইডেনের মন্ডো ডুপ্লান্টিস (পোল ভল্ট), মরোক্কোর সৌফিয়ান এল বাক্কালি (৩ হাজার মিটার স্টিপলচেজ), নরওয়ের জ্যাকব ইঙ্গেব্রিগটস্টেন (১৫০০মিটার/মাইল/৫০০০মিটার), কেনিয়ার কেলভিন কিপটাম (ম্যারাথন), কানাডার পিয়ার্স লেপেগ (ডেকাথলন), মার্কিন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলেজ (১০০ মিটার/২০০ মিটার), স্পেনের আলভারো মার্টিন (রেস ওয়াক), গ্রিসের মিলটিয়াডিস টেনটোগ্লোউ (লং জাম্প) এবং নরওয়ের কার্স্টেন ওয়ারহোম (৪০০ মিটার হার্ডলস/৪০০ মিটার)। বিশ্বসেরা অ্যাথলিট পুরস্কারের জন্য ইতিমধ্যেই ভোটিং শুরু হয়েছে। ১১ ডিসেম্বর সোশাল মিডিয়ায় এর ফলাফল ঘোষিত হবে।
[আরও পড়ুন: ‘স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন প্রতিষ্ঠাকে সমর্থন করে ভারত’, বার্তা কেন্দ্রের]
হাংঝৌ এশিয়ান গেমসে ৮৮.৮৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। এবারের এশিয়ান গেমসে ভারত রেকর্ড গড়েছে। ১০৭টি পদক জেতে ভারত।