সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। যার প্রভাব ফের পড়ল ক্রিকেটে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়ে দিল, আহমেদাবাদে দর্শকশূন্য মাঠেই ভারত-ইংল্যান্ড শেষ তিনটে টি-টোয়েন্টি ম্যাচ হবে। একইসঙ্গে শোনা যাচ্ছে, প্রথম দু’টি ম্যাচে দলের বাইরে থাকার পর মঙ্গলবার অর্থাৎ আজ প্রথম একাদশে ফিরতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma)।
পুণেতে আয়োজিত হতে চলা ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে কোনও দর্শক থাকবে না। এ কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। মহারাষ্ট্রের উদ্বেগজনক কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আহমেদাবাদে সেই সমস্যা ছিল না। মোট দর্শকাসনের পঞ্চাশ শতাংশ দর্শককে মাঠে প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছিল প্রথম দু’টি ম্যাচে। এমনকী মোতেরায় আয়োজিত দু’টো টেস্টেও মাঠে দর্শক ছিলেন। কিন্তু গোটা দেশেই যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে গুজরাট ক্রিকেট সংস্থা কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না। সেই কারণেই জানিয়ে দেওয়া হয়, শেষ তিনটে টি-টোয়েন্টিতে দর্শক থাকবেন না। যাঁরা এই তিনটে ম্যাচের টিকিট কেটেছিলেন, তাঁদের টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়া হবে।
[আরও পড়ুন: অরিন্দমকে দোষ দেবেন না, প্রশ্ন করুন সেমসাইড গোল কী করে অফসাইড হয়: হাবাস]
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ধনরাজ নাথওয়ানির কথায়, “যেভাবে ফের করোনা সংক্রমণ বাড়ছে, তাতে আমরা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনার পর শেষ তিনটে ম্যাচ ক্লোজড ডোর করার সিদ্ধান্ত নিয়েছি।”
চলতি সিরিজের শুরুতে হোঁচট খেলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া (Team India)। অভিষেকেই অনবদ্য ইনিংস খেলে নজর কাড়েন ঈশান কিষাণ। সূর্যকুমার যাদবও ভাল পারফর্ম করেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের কাছে সুখবর। তবে ভারতকে এখনও ভাবাচ্ছে ওপেনিং জুটি। কারণ রোহিতের পরিবর্ত হিসেবে আসা শিখর ধাওয়ান প্রথম ম্যাচে ব্যর্থ হন। আবার কেএল রাহুলও বড় রান পাননি। সেক্ষেত্রে আজ অভিষেকে হাফ-সেঞ্চুরি করা ঈশানের সঙ্গে জুটি বেঁধে রোহিতকে মাঠে নামতে দেখা যেতেও পারে। ইতিমধ্যেই ‘হিটম্যান’কে বসিয়ে রাখা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্যাপ্টেন কোহলিকে (Virat Kohli)। এবার তিনি কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।