সংবাদ প্রতিদিন দিগিতা ডেস্ক: শিনা বোরা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত পিটার ও ইন্দ্রাণী মুখার্জির বিরুদ্ধে হত্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের চার্জ গঠন করল দিল্লির বিশেষ সিবিআই আদালত। মঙ্গলবার শুনানি চলাকালীন পিটার মুখার্জী, ইন্দ্রাণী মুখার্জি ও তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না আদালতে জবানবন্দি দেন। অভিযোগ, ২০১২ সালের ২৪ এপ্রিল ২৪ বছরের শিনাকে গলা টিপে হত্যা করেন ইন্দ্রাণী মূখার্জি, সঞ্জীব খান্না ও ড্রাইভার শ্যাম রাই৷
শিনা হত্যাকাণ্ডের তদন্তে জানা গিয়েছিল, মুম্বইয়ের কুখ্যাত সুপারি কিলার বিজয় পালান্দে অন্য একটি খুনের ঘটনায় গ্রেফতার না হলে তাকে দিয়েই নিজের মেয়ে শিনাকে খুন করাতে চেয়েছিল মূল অভিযুক্ত ইন্দ্রাণী৷ সেই পরিকল্পনামতো ২০১২ সালের এপ্রিলে বিজয়ের সঙ্গে যোগাযোগ করার কথা ভাবছিল নাইনএক্স মিডিয়ার কর্ত্রী তথা মিডিয়া ব্যারন পিটার মুখার্জির স্ত্রী ইন্দ্রাণী৷ কিন্তু ঠিক সেই সময়েই খবরের কাগজে বিজয়ের গ্রেফতারির কথা পড়ে সে৷ কাক্কড় নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের পর বিজয় কীভাবে তাঁর দেহের টুকরো চিপলান এলাকায় ফেলে এসেছিল এবং পরে পুলিশ তা উদ্ধার করে বিভিন্ন সূত্র ধরে খুনিকে গ্রেফতার করে তা জানতে পারে ইন্দ্রাণী৷ ওই খবর পড়ে ও বিজয়ের ভুল জেনে শিনাকে হত্যা করার সিদ্ধান্ত নিজেই নিয়েছিল সে৷ কাক্কড়ের দেহের মতো পুলিশ যাতে শিনার দেহের হদিশ না পায় সেটা ভেবে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দেওয়ার প্ল্যান বানায় ইন্দ্রাণী৷ সেইমতোই প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও চালক শ্যাম রাইয়ের সাহায্যে মুম্বই থেকে অনতিদূরে রায়গড়ের নির্জন জঙ্গলে শিনার দেহ পুড়িয়ে মাটি চাপা দিয়ে দেয় ইন্দ্রাণী৷ তা না হলে ইন্দ্রাণী অনেক আগেই ধরা পড়ে যেত বলে দাবি বিশেষজ্ঞ মহলের৷২০১৫ সালের আগস্টে অন্য একটি ঘটনায় ধৃত শ্যাম পুলিশি জেরার মুখে শিনা হত্যার কথা ফাঁস করলে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে৷ এরপর একে একে গ্রেফতার হন ইন্দ্রাণী, তাঁর দ্বিতীয় স্বামী সঞ্জীব খান্না ও বর্তমান স্বামী পিটার মুখার্জি৷
The post শিনা বোরা হত্যাকাণ্ডে পিটার, ইন্দ্রাণীদের বিরুদ্ধে চার্জ গঠন আদালতের appeared first on Sangbad Pratidin.