shono
Advertisement

‘পছন্দের দপ্তরের জন্য ওঁর সঙ্গে যোগাযোগ করব’, ফের বাবুলকে খোঁচা ইন্দ্রনীলের

আর কী বললেন ইন্দ্রনীল সেন?
Posted: 08:23 PM Sep 12, 2023Updated: 08:23 PM Sep 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ফের বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) খোঁচা মন্ত্রী ইন্দ্রনীল সেনের। পছন্দের দপ্তর পাওয়া প্রসঙ্গে বাবুলকে বিঁধলেন তিনি। বললেন, “পছন্দের দপ্তর প্রয়োজন হলে বাবুলের সঙ্গে যোগাযোগ করব।”

Advertisement

বিষয়টা ঠিক কী? বিগত কিছুদিনে বারবার আক্রমণ-পালটা আক্রমণে জড়িয়েছেন বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বিধানসভার অলিন্দে দুই গায়ক মন্ত্রীকে তর্কে জড়িয়ে পড়তেও দেখা গিয়েছিল। তারপর থেকেই পর্যটন দপ্তর বাবুলের হাতছাড়া হওয়ার জল্পনা তৈরি হয়েছিল। আসলে কিছুদিন আগেই পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন পদে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে ইন্দ্রনীলকে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই দপ্তর বদলের কানাঘুষো চলছিল। অবশেষে তা সত্যি হয়েছে। বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) হাতছাড়া হয়েছে পর্যটন দপ্তর। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রিত্ব ফিরে পেয়েছেন ইন্দ্রনীল সেন।

[আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, সেপ্টেম্বরের শেষে টানা ৩ দিন ছুটি!]

এরপরই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইটার (এক্স) হ্যান্ডেলে বাবুল লেখেন,”আইটি ও ইলেকট্রনিক্স দপ্তর ছাড়াও আধুনিক বিশ্বের আরেকটি অত্যন্ত ভবিষ্যৎ সম্পন্ন দপ্তরে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য তাঁর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।” সেখানে পছন্দের দপ্তরের দায়িত্ব পাওয়ার কথা বলেন বাবুল। এদিন সেই প্রসঙ্গ তুলেই বাবুলকে বিঁধলেন ইন্দ্রনীল সেন। তিনি বলেন, “কেউ পছন্দ মতো দপ্তর পান বলে জানা নেই। তবে উনি যখন পেয়েছেন..! এরপর আমার যদি কখনও পছন্দ অনুযায়ী দপ্তর প্রয়োজন হয় তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করব।”

[আরও পড়ুন: হাই কোর্টের নির্দেশে স্বস্তি, আসানসোল ঢুকতে বাধা রইল না জিতেন্দ্র তিওয়ারির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement