shono
Advertisement

মেডিক্যাল থেকে চুরি যাওয়া শিশু কার? উত্তর মিলবে ডিএনএ টেস্টে

কিন্তু এমন কাণ্ড ঘটানোর কারণটা কী? পুলিশের অনুমান... The post মেডিক্যাল থেকে চুরি যাওয়া শিশু কার? উত্তর মিলবে ডিএনএ টেস্টে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:09 PM Mar 15, 2017Updated: 06:39 AM Mar 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ ঘণ্টার টানাপোড়েনের পর উদ্ধার হয়েছে চুরি হওয়া শিশু৷ ধরা পড়েছে অভিযুক্তও৷ তারপরও যেন স্বস্তি নেই৷ কারণ অভিযুক্তর দাবি, পাঁচদিনের শিশুপুত্রটি তাঁরই৷ আর জন্মদাত্রী মা’র দাবি, নিজের শিশুকে চিনতে তাঁর ভুল হতেই পারে না৷ তাই আপাতত মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুচুরি কাণ্ডের নিষ্পত্তির জন্য ডিএনএ টেস্টের ফলাফলের দিকে তাকিয়ে পুলিশ৷

Advertisement

[আজ শুরু উচ্চ মাধ্যমিক, প্রশ্ন ফাঁস এড়াতে বিশেষ ব্যবস্থা সংসদের]

ইতিমধ্যেই শিশু চুরিতে অভিযুক্ত চিন্ময়ী বেজ ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ কেন এই ধরনের কাজ সে করেছে, তাও জানার চেষ্টা চলছে৷ পুলিশ জেরার মুখে চিন্ময়ী নাকি জানিয়েছে, সরস্বতী নস্করকে আগে থেকে চিনত সে৷ একই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে সরস্বতীর গর্ভবতী হওয়ার কথাও জানত৷ কিন্তু কেন সে এই কাজ করেছে সেই বিষয়ে এখনও কোনও সদুত্তর মেলেনি৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে গর্ভবতী ছিল চিন্ময়ী বেজও৷ কিন্তু কোনও কারণে তার ‘মিসক্যারেজ’ হয়ে যায়৷ সেই আবসাদ থেকেই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে সে৷ পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার থেকে এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে চিন্ময়ী৷ তবে এর নেপথ্যে হাসপাতালের আয়া চক্রের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷

[কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ দুই জঙ্গি]

হাসপাতালে কেমন করে প্রবেশ করল অভিযুক্ত মহিলা? পুলিশ মনে করছে কয়েক মাস আগে গর্ভবতী হওয়ার কারণে হাসপাতালে নিয়মিত যাতায়াত ছিল চিন্ময়ীর৷ তার সুযোগ নিয়েই হাসপাতালে অবাধে প্রবেশ করে যায় সে৷ এদিকে শিশু চুরির পর সরস্বতী নস্কর জানিয়েছিলেন, এক অজ্ঞাত পরিচয় সবুজ শাড়ি পরে থাকা মহিলার হাতে নিজের শিশুকে দিয়ে ব্লাড রিপোর্ট আনতে গিয়েছিলেন তিনি৷ এরপরই এসে দেখেন শিশু-সহ মহিলা উধাও৷ পরে সংবাদ মাধ্যমে সিসিটিভি ফুটেজের সহায়তায় ৯ ঘণ্টার মধ্যে উদ্ধার হয় শিশুটি৷

[শান্তি ফেরান মোদি, চিঠিতে আর্জি পাক কন্যার]

The post মেডিক্যাল থেকে চুরি যাওয়া শিশু কার? উত্তর মিলবে ডিএনএ টেস্টে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement