shono
Advertisement

আকাশপথে মৃত্যুদূতের হানা, স্বাধীনতা দিবসে হাড়হিম করা সতর্কবার্তা গোয়েন্দাদের  

মোতায়েন 'মিসাইল ডিফেন্স সিস্টেম'। The post আকাশপথে মৃত্যুদূতের হানা, স্বাধীনতা দিবসে হাড়হিম করা সতর্কবার্তা গোয়েন্দাদের   appeared first on Sangbad Pratidin.
Posted: 11:48 AM Aug 14, 2018Updated: 12:18 PM Aug 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশপথে হামলা চালাতে পারে জঙ্গিরা। স্বাধীনতা দিবসে রাজধানী দিল্লিকে রক্তাক্ত করার ছক কষছে জেহাদিরা। এমনটাই হাড়হিম করা সতর্কবার্তা দিল গোয়েন্দা সংস্থাগুলি।

Advertisement

[বানচাল নাশকতার ছক, বাংলাদেশে গ্রেপ্তার ৪ জেএমবি জেহাদি]

স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পেশ করা একটি গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ড্রোন ও গ্লাইডার ব্যবহার করতে পারে জঙ্গিরা। আকাশপথে লালকেল্লায় আত্মঘাতী হামলা চালাতে পারে জেহাদিরা। মঙ্গলবার এই মর্মে, নর্থ ব্লকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রক, বায়ুসেনা, এনএসজি, ইন্টেলিজেন্স ব্যুরো ও দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা। আকাশপথে যে কোনও হামলা ঠেকানো নিয়ে বিশদভাবে আলোচনা করেন তাঁরা। জানা গিয়েছে, দিল্লির আশপাশে ৩০ কিলোমিটার পর্যন্ত ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। ওই এলাকায় সমস্ত ধরনের বিমান, হেলিকপ্টার ও ড্রোনের উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লালকেল্লা ও ১০ জনপথের চারপাশে মোতায়েন থাকবে ‘এনএসজি’র শার্পশুটার কমান্ডোরা। ঐতিহাসিক লালকেল্লায় মোতায়েন থাকবে প্রায় ৬ হাজার নিরাপত্তারক্ষী। এছাড়াও শহরে থাকছে আরও ৫ হাজার নিরাপত্তারক্ষী। পাশাপাশি দিল্লির আকাশে নজরদারি চালাতে থাকছে অত্যাধুনিক রাডার। আকাশপথে হামলাকারীর মোকাবিলায় থাকবে বায়ুসেনার যুদ্ধবিমান। মাটিতে থাকবে ‘মিসাইল ডিফেন্স সিস্টেম”। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে।

কয়েকদিন আগেই জম্মু থেকে গ্রেপ্তার করা হয় দুই লস্কর জঙ্গিকে। নাশকতা ঘটানোর উদ্দেশ্যে তারা দিল্লি আসছিল। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে জঙ্গি হানার আশঙ্কায় স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। বালতাল ও পহেলগাঁওয়ের বেস ক্যাম্পে আপাতত থাকার বন্দোবস্ত করা হয়েছে পুণ্যার্থীদের৷ নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ওই দুটি বেস ক্যাম্পকে৷ চতুর্দিক ঘিরে রেখেছেন সেনা জওয়ানরা৷ ড্রোনের সাহায্যে ওই বেসক্যাম্পগুলিতে নজরদারিও চালানো হচ্ছে৷ এদিকে স্বাধীনতা দিবসের আগে নয়া ফতোয়া জারি করেছে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন৷ জম্মু-কাশ্মীরের পরিবারগুলিকে জঙ্গিদের নির্দেশ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে দূরে রাখতে হবে বাড়ির ছোটদের৷ সোমবার উপত্যকার একাধিক স্থানে নজরে পড়েছে হিজবুলের পোস্টার৷ যাতে স্বাক্ষর রয়েছে উপত্যকার দায়িত্বে থাকা হিজবুল নেতা আবু ইরফাতের৷     

[উমর খালিদকে লক্ষ্য করে গুলি, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজনের ছবি]  

The post আকাশপথে মৃত্যুদূতের হানা, স্বাধীনতা দিবসে হাড়হিম করা সতর্কবার্তা গোয়েন্দাদের   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার