shono
Advertisement

Breaking News

জামিন পেলেন কুণাল ঘোষ

১১ নভেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর হয়েছে৷ ২ নভেম্বর পুজোর ছুটির পর আদালত চালু হলেই নতুন করে শুনানি হবে এই মামলার৷ The post জামিন পেলেন কুণাল ঘোষ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:08 PM Oct 05, 2016Updated: 04:44 PM Oct 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জামিন পেলেন কুণাল ঘোষ৷ প্রায় তিন বছর বিচারাধীন বন্দি থাকার পর মুক্তি পেলেন তিনি৷

Advertisement

২০১৩-এর ২৩ নভেম্বর সারদা কাণ্ডের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় তাঁকে৷ ইতিমধ্যে প্রায় তিন বছর কেটে গিয়েছে৷ এর আগে বারবার তিনি জামিনের আবেদন করলেও তা নাকচ হয়েছে৷ তবে ইতিমধ্যে সারদা কাণ্ডে জামিন পেয়েছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র৷ তখনই প্রশ্ন উঠেছিল, কেন কুণাল ঘোষের জামিন মঞ্জুর হচ্ছে না তা নিয়ে৷ কেননা, তাঁর সাজার যা মেয়াদ হওয়া উচিত ছিল, তার থেকেও বেশি সময় ইতিমধ্যেই জেলে কাটিয়ে ফেলেছেন তিনি৷ যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আছে, তাতে দোষী প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ সাজা হতে পারত তিন বছর৷ সেখান থেকে ছুটি বাবদ সাড়ে চার মাস ফৌজদারি বিধি অনুযায়ী মাফ হয় প্রত্যেক বন্দির ক্ষেত্রে৷ ফলে সর্বোচ্চ ৩১ মাস ১৫ দিন বন্দি থাকার কথা তাঁর৷ কিন্তু ইতিমধ্যেই ৩৪ মাস তিনি কাটিয়েই ফেলেছেন জেলে৷ ফলে তাঁর জামিন পাওয়ার ক্ষেত্রে কোনও বাধা ছিল না৷ কেননা ফৌজদারি বিধি অনুযায়ী, আদালত আর তাঁকে আটকে রাখতে পারে না যেহেতু সিবিআই এখনও তাঁকে দোষীও সাব্যস্ত করতে পারেনি৷ এছাড়া তাঁর মা ব্লাড ক্যানসারের রোগী৷ জামিনের ক্ষেত্রেও সেটিও মাথায় রাখা হয়৷ সেইমতো সিবিআইয়ের তরফে জামিনের শর্ত জানাতে নির্দেশ দেয় আদালত৷ সেই শর্ত মেনেই আজ তার জামিন মঞ্জুর করল বিচারপতি অসীমকুমার রায় ও মলয় বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷

অন্তর্বর্তী এই জামিনে বেশ কয়েকটি শর্ত মানতে হবে তাঁকে৷ ২ লক্ষ টাকার বন্ডে মঞ্জুর হয়েছে এই জামিন৷ এছাড়া সিবিআই দফতরে তাঁকে প্রতি সপ্তাহে একদিন করে হাজিরা দিতে হবে৷ তাঁর পাসপোর্ট জমা রাখার পাশাপাশি নারকেলডাঙা থানা এলাকায় যে চত্বরে তাঁর বাড়ি সেই এলাকার বাইরে তাঁকে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই শর্তে ১১ নভেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর হয়েছে৷ ২ নভেম্বর পুজোর ছুটির পর আদালত চালু হলেই নতুন করে শুনানি হবে এই মামলার৷

The post জামিন পেলেন কুণাল ঘোষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement