সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহর কলকাতায় বিরাট আন্তর্জাতিক সম্মেলন। আয়োজক কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) শিক্ষা বিভাগ। সম্মেলনের বিষয় ছিল “স্থিতিশীল উন্নয়ন বৈশ্বিক বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও সংস্কৃতি; আন্তঃবিভাগীয় দৃষ্টিকোণ।”
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধিনে জাতীয় গ্রন্থাগারের সহযোগিতায় ভারতীয় সামাজিক বিজ্ঞান অনুসন্ধান পরিষদের (ICSSR) আর্থিক সহায়তায় দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ছিল। গোটা অনুষ্ঠানটির আহ্বায়ক পরিচালক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের অধ্যাপক ডঃ সন্তোষী হালদার। বিরাট সম্মেলনে অংশ নেন ভারতের ৫০টির বেশি বিশ্ববিদ্যালয় তথা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ছিলেন বিশ্বের ১০টি দেশের প্রতিনিধিরাও। সব মিলিয়ে ৩০০-র বেশি গবেষক, শিক্ষাবিদরা অংশ নেন আন্তর্জাতিক সম্মেলনে।
[আরও পড়ুন: ‘রাম কে নাম’ বড় অনুদান অক্ষয়-হেমা মালিনীর, মন্দিরে ইট দিয়েছেন অনুপম, কে কত দিলেন?]
সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সান্তা দত্ত (দে), জাতীয় গ্রন্থাগারের পরিচালক অধ্যাপক অজয় প্রতাপ সিং, মার্কিন কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক, জেমস ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা রত্ন ঘোষ এবং জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ইনস্টিটিউট ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশানের ডিরেক্টর অধ্যাপক নরিমুনে কোয়াই।
[আরও পড়ুন: জ্বলছে মণিপুর! ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ মায়ানমার সীমান্ত সিল করছে কেন্দ্র]
এই সম্মেলনে ভারতে অবস্থিত এশিয়ার বৃহত্তম অটিস্টিক শিশু/ব্যক্তিদের আবাসন ‘ইন্ডিয়া অটিজম সেন্টার (IAC) তাদের সেবামুলক কর্মকাণ্ড বিষয়ে ধারণা দেয়। আন্তর্জাতিক সম্মেলনে ১১টি দেশ এবং ভারতের ১৮টি রাজ্যের শিক্ষাবিদরা মোট ১৪৩টি গবেষণাপত্র উপস্থাপন করেন।