shono
Advertisement

স্কুলে শিক্ষকের পরিবর্তে ‘ইন্টার্ন’নিয়োগ, ঘাটতি কমাতে নয়া ভাবনা মুখ্যমন্ত্রীর

শিক্ষক ঘাটতি মেটাতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়৷ The post স্কুলে শিক্ষকের পরিবর্তে ‘ইন্টার্ন’ নিয়োগ, ঘাটতি কমাতে নয়া ভাবনা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:27 PM Jan 14, 2019Updated: 10:14 PM Jan 14, 2019

দীপঙ্কর মণ্ডল: রাজ্যের শিক্ষক ঘাটতি মেটাতে নয়া উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ স্নাতক-স্নাতকোত্তর পাশ ছাত্র-ছাত্রীদের রাজ্যের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ইন্টার্ন বা শিক্ষানবিশ হিসাবে নিয়োগের ভাবনা রাজ্য সরকারের৷ সোমবার নবান্নে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, ইন্টার্নশিপের জন্য মাসিক পারিশ্রমিক পাবেন চাকরিপ্রার্থীরা৷ প্রশিক্ষণ শেষে দেওয়া হবে বিশেষ সার্টিফিকেট৷ যা পরবর্তী কালে স্থায়ী শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় কাজে লাগবে তাদের৷

Advertisement

[২৪ সপ্তাহে গর্ভপাতের অনুমতি, ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্টের ]

এদিন, নবান্নে রাজ্যের ৩০টি বিশ্বদ্যালয়ের উপাচার্য ও বহু কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যসচিব, স্কুলশিক্ষা সচিব, উচ্চশিক্ষা সচিব-সহ নবান্নের শীর্ষ কর্তারা৷ বৈঠক শেষে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, স্নাতক-স্নাতকোত্তর পাশ ছাত্র-ছাত্রীদের এই পদে নিয়োগ করা হবে৷ এতে তাঁদের একটা প্রশিক্ষণ নেওয়া থাকবে এবং স্থায়ী শিক্ষক নিয়োগের সময় তাঁরা অনেকটা সুবিধা পাবেন৷ স্নাতক পড়ুয়াদের প্রাথমিকে এবং স্নাতকোত্তর পড়ুয়াদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে দু’বছর ধরে ইন্টার্নশিপ করানোর ভাবনাচিন্তা শুরু হয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও জানান, পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় আনার পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার৷

[দু’শো মানুষের দেহে কৃত্রিম হাড়, নতুন ইতিহাস বাঙালি চিকিৎসাবিজ্ঞানীদের]

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা দপ্তরের একাধিক সাফল্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্কুলে পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে৷ ছাত্রীর সংখ্যা বেড়েছে ৭২ শতাংশ৷ কমেছে স্কুলছুটদের সংখ্যা৷ কন্যাশ্রী প্রকল্পের কারণেই এই সাফল্য এসেছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, রাজ্যে ২৮টি বিশ্ববিদ্যালয় তৈরি করেছে সরকার৷ ১০টি কলেজ তৈরি হয়েছে৷ তৈরি হয়েছে দু’টি হিন্দি কলেজ৷ তৈরি হবে আরও বেশ কয়েকটি হিন্দি, উর্দু-সহ অন্যান্য ভাষার কলেজ৷ পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্যের পিএইচডি স্কলারদের টাকা দেওয়া হচ্ছে না৷ টাকা পাঠাচ্ছে না উইজিসি৷

The post স্কুলে শিক্ষকের পরিবর্তে ‘ইন্টার্ন’ নিয়োগ, ঘাটতি কমাতে নয়া ভাবনা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement