shono
Advertisement

আইপিএল ১৩: টুর্নামেন্টের অন্যতম সেরা দল দিল্লি, কেমন হতে পারে প্রথম একাদশ?

অজিঙ্ক রাহানে প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারেন। The post আইপিএল ১৩: টুর্নামেন্টের অন্যতম সেরা দল দিল্লি, কেমন হতে পারে প্রথম একাদশ? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:11 PM Sep 13, 2020Updated: 09:06 AM Sep 14, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। কার দল কতটা শক্তিশালী? কোন দলে কারা কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে। সেসব নিয়ে সমর্থকদের মধ্যে বহু কৌতূহল। সেই কৌতূহল খানিকটা নিরসন ঘটানোর চেষ্টা করছি আমরা। আইপিএলের আগে প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে শুরু হচ্ছে বিশ্লেষণ। আজ দিল্লি ক্যাপিট্যালস ( Delhi Capitals)।

Advertisement

পুরো দল
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, সিমরন হেটমেয়ার, পৃথ্বী শ’, আমিত মিশ্র, আন্দ্রে নরিতজ, আবেশ খান, হার্শাল প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাডা, মোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ লামিচানে, তুষার দেশপাণ্ডে, অক্ষর প্যাটেল, ডানিয়েল সামস, কেমো পল, ললিত যাদব, মার্কোস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, ঋষভ পন্থ

[আরও পড়ুন: আইপিএল ১৩: এবছরও শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স দল, কেমন হতে পারে প্রথম একাদশ?]

কোচিং স্টাফ
রিকি পন্টিং (হেড কোচ), মহম্মদ কাইফ (সককারী কোচ), সামুয়েল বদ্রী (স্পিন বোলিং কোচ), রায়ান হ্যারিস (বোলিং কোচ)

সম্ভাব্য একাদশ
১। শিখর ধাওয়ান/ অজিঙ্ক রাহানে
২। পৃথ্বী শ
৩। শ্রেয়স আইয়ার (অধিনায়ক)
৪। ঋষভ পন্থ
৫। সিমরন হেটমেয়ার/ অ্যালেক্স ক্যারি
৬। মার্কোস স্টয়নিস
৭। কেমো পল
৮। অক্ষর প্যাটেল/অমিত মিশ্র
৯। রবিচন্দ্রন অশ্বিন
১০। কাগিসো রাবাডা
১১। ইশান্ত শর্মা

[আরও পড়ুন: আইপিএল ১৩: পুরোপুরি বিদেশি নির্ভর রাজস্থান রয়্যালস, কেমন হতে পারে প্রথম একাদশ?]

খাতায় কলমে দিল্লি ক্যাপিট্যালস আইপিএলের অন্যতম সেরা দল। তরুণ প্রতিভাবান এবং মারকুটে একাধিক ভারতীয় ব্যাটসম্যান এই দলে খেলবেন। সেই সঙ্গে রয়েছে রাহানে, ধাওয়ানদের অভিজ্ঞতা। বোলিং বিভাগেও তেমন দুর্বলতা চোখে পড়ে না। দলে এত বেশি প্রতিভাবান ক্রিকেটার আছেন যে রাহানে, মোহিত শর্মাদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা সংশয় থাকছে। তবে টিম ম্যানেজমেন্ট চাইবে যে ভাবেই হোক রাহানেকে (Ajinkya Rahane) অন্তত প্রথম একাদশে রাখতে। তাই দল নির্বাচন নিয়ে চিন্তায় থাকতে হবে টিম ম্যানেজমেন্টকে। গতবছর সেমিফাইনালে হারের পর দিল্লি সমর্থকরা এবছর সাফল্য আশা করতেই পারেন।

The post আইপিএল ১৩: টুর্নামেন্টের অন্যতম সেরা দল দিল্লি, কেমন হতে পারে প্রথম একাদশ? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement