shono
Advertisement

Breaking News

বিশ্বের ১২০টি দেশে সরাসরি দেখানো হবে এবারের আইপিএল! বাদ পাকিস্তান

ভারতে খেলা দেখা যাবে সাতটি ভাষায়। The post বিশ্বের ১২০টি দেশে সরাসরি দেখানো হবে এবারের আইপিএল! বাদ পাকিস্তান appeared first on Sangbad Pratidin.
Posted: 04:30 PM Sep 15, 2020Updated: 05:41 PM Sep 15, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরও আইপিএল (IPL) দেখতে পাবেন না পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। গোটা বিশ্বের প্রায় ১২০টি দেশে এই মেগা টুর্নামেন্ট লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করলেও পাকিস্তানের কোনও সংস্থার সঙ্গে চুক্তি করেনি স্টার স্পোর্টস। ফলে পাকিস্তানে এবছরও আইপিএল লাইভ দেখা যাবে না। তবে, তাতেও আইপিএলের সার্বিক ভিউয়ারশিপে তেমন প্রভাব পড়বে না বলেই ধারণা স্টারের। কারণ, এবারের টুর্নামেন্ট পৌঁছে যাচ্ছে ক্রিকেট বিশ্বের প্রতিটি কোণে।

Advertisement

করোনা মহামারী (COVID 19) ক্রিকেটীয় ক্যালেন্ডার থেকে প্রায় ৬টা মাস কেড়ে নিয়েছে। মহামারীর আবহে সেই মার্চ মাস থেকেই বন্ধ ছিল ক্রিকেট। মাস দেড়েক আগে থেকে ধাপে ধাপে কয়েকটি দেশে ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া শুরু হলেও, মেগা টুর্নামেন্ট বলতে যেটা বোঝায়, তেমন কিছু এখনও হয়নি। ফলে নিয়মিত ক্রিকেটের টান টান উত্তেজনা উপভোগ করার জন্য বিশ্বের প্রতিটি প্রান্তের ক্রিকেট ভক্তরা অপেক্ষা করে আছে আইপিএলের জন্য। আর আইপিএলের সম্প্রচারকারী সংস্থাও চাইছে, গত ৬ মাসে তাদের যে পরিমাণ লোকসান হয়েছে তার যতটা সম্ভব পুষিয়ে নিতে। সেজন্যই এবারের আইপিএল ক্রিকেট বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে দিতে চাইছে স্টার স্পোর্টস।

[আরও পড়ুন: স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ব্যাট হাতে নেমে পড়লেন সৌরভ, শারজার নয়া লুকে মুগ্ধ বোর্ড সভাপতি]

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বিশ্বের মোট ১২০টি দেশে এবারের আইপিএল সম্প্রচার (IPL Live telecast) করবে স্টার স্পোর্টস এবং তাদের সহকারী সংস্থাগুলি। সব দেশে টেলিভিশন সম্প্রচার সম্ভব না হলেও অ্যাপের মাধ্যমে তা লাইভ স্ট্রিম করা যাবে। দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন, আফ্রিকা, এমনকী কানাডা, আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে এই মেগা টুর্নামেন্ট দেখানো হবে। বাদ যাচ্ছে শুধু পাকিস্তান।

উল্লেখ্য, এবছরও ভারতে আইপিএল দেখা যাবে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে। মোট সাতটি ভাষায় শোনা যাবে কমেন্ট্রি। আর ভারতে আইপিএলের স্ট্রিম (IPL Live Streaming) করবে Disney+ Hotstar। সেজন্য অবশ্য গ্রাহকদের Disney+ Hotstar-এর প্রিমিয়াম বা ভিআইপি প্যাক রিচার্জ করতে হবে। আর গোটা বিশ্বে খেলা দেখানোর জন্য স্কাই স্পোর্টস, ফক্স স্পোর্টস-সহ একাধিক চ্যানেলের সঙ্গে চুক্তি করেছে স্টার। 

The post বিশ্বের ১২০টি দেশে সরাসরি দেখানো হবে এবারের আইপিএল! বাদ পাকিস্তান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement