shono
Advertisement

জল্পনার অবসান, ১৯ সেপ্টেম্বর আমিরশাহীতেই শুরু হতে চলেছে এবারের আইপিএল

কবে বসবে ফাইনালের আসর? The post জল্পনার অবসান, ১৯ সেপ্টেম্বর আমিরশাহীতেই শুরু হতে চলেছে এবারের আইপিএল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 AM Jul 24, 2020Updated: 03:29 PM Jul 24, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬ সেপ্টেম্বর নয়, তারও আগে ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএলের ১৩ তম সংষ্করণের। চূড়ান্তই হয়ে গেল এবারের টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ। শীঘ্রই তৈরি হয়ে যাবে সূচি।

Advertisement

গত ২৯ মার্চ শুভ সূচনা হওয়ার কথা ছিল আইপিএল (IPL 13) ১৩-র। কিন্তু মহামারীর জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় টুর্নামেন্ট। একটা সময় মনে হয়েছিল, সংকটজনক পরিস্থিতিতে এবারের মতো হয়তো বাতিলই করে দিতে হবে টুর্নামেন্ট। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) হাল ছাড়েনি। অবশেষে আইসিসি (ICC) চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিলে উজ্জ্বল হয়ে ওঠে আইপিএল আয়োজনের আশা। আর বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন, ১৯ সেপ্টেম্বরই উদ্বোধন হতে চলেছে তারকাখচিত লিগের। তবে ভারতে নয়, সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE)। মোট তিনটি ভেন্যুতে হবে খেলা। টুর্নামেন্টের ফাইনাল ৮ নভেম্বর।

[আরও পড়ুন: ‘ব্যাট বল কিছুই পারত না’, আফ্রিদিকে তীব্র কটাক্ষ পাকিস্তানেরই প্রাক্তন অধিনায়কের]

ব্রিজেশ প্যাটেল আগেই জানিয়েছিলেন, সূচিতে কোনও কাটছাঁট হবে না। পূর্ণাঙ্গ টুর্নামেন্টেরই সাক্ষী থাকবেন ক্রিকেটপ্রেমীরা। এবার তাতেও সিলমোহর দিলেন তিনি। আগামী সপ্তাহের বৈঠকে সূচি বানাতে চলেছে কাউন্সিল। এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো না হলেও, ফ্র্যাঞ্চাইজিগুলিকে এভাবেই আইপিএল শুরুর দিনক্ষণের একটা আভাস দিয়ে রাখতে চাইছে বোর্ড। বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক জানিয়েছিলেন, “সব ঠিকঠাক থাকলে ১৯ সেপ্টেম্বরই আইপিএল শুরু হচ্ছে। আর ৮ নভেম্বর, রবিবার হবে ফাইনাল। ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী এবং বাকিদের সুবিধা মতোই ৫১ দিনের সূচি তৈরি করা হচ্ছে।” এদিন সে কথাই নিশ্চিত করলেন প্যাটেল। 

আইপিএল শেষ হলেই ডিসেম্বর-জানয়ারিতে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। তবে সে দেশে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বিরাট কোহলিদের। তাই আইপিএল সূচি তৈরির ক্ষেত্রে সেই বিষয়টিও মাথায় রাখছে বোর্ড। আগে শোনা গিয়েছিল, ২৬ সেপটেম্বর শুরু হতে পারে টুর্নামেন্ট। তবে বোর্ড সূত্রে খবর, কোহলি অ্যান্ড কোংয়ের অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখেই আইপিএলকে আরও খানিকটা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, ২০ আগস্টের মধ্যেই আমিরশাহী পৌঁছবে দলগুলি। যাতে প্রস্তুতির জন্য অন্তত ৪ সপ্তাহ সময় পাওয়া যায়।

[আরও পড়ুন: এবার বাড়ি থেকেই কাজ করবেন ধারাভাষ্যকাররা! করোনা আবহে বেনজির উদ্যোগ আইপিএলে]

The post জল্পনার অবসান, ১৯ সেপ্টেম্বর আমিরশাহীতেই শুরু হতে চলেছে এবারের আইপিএল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement