সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত হল আগামী বছর হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের দিনক্ষণ। বেঙ্গালুরু নয়, এবার আইপিএল নিলামের আসর বসবে জয়পুরে। তাও আবার প্রায় মাসখানেক আগে।
আগামী বছর বিশ্বকাপের আগে পেসারদের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী। বিসিসিআইকে সে বিষয়ে পরামর্শও দেন তাঁরা। বিরাট বলেছিলেন, আসন্ন আইপিএল-এ পেসারদের খেলার প্রয়োজন নেই। কারণ আইপিএল-এর দিন দশেক পরই ইংল্যান্ডে শুরু বিশ্বকাপ। অর্থাৎ যাঁরা আইপিএল খেলবেন তাঁদের বিশ্রাম পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। হিসাব মতো আইপিএল শুরু হওয়ার কথা ছিল এপ্রিলের প্রথম সপ্তাহে। শেষ মে মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ। আর ইংল্যান্ডে বিশ্বকাপ হবে ৩০ মে থেকে ১৪ জুলাই। পাশাপাশি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৩০ এপ্রিলের পর জাতীয় ক্যাম্পে এসে প্রত্যেককে যোগ দিতে হবে। সবদিক বিবেচনা করে তাই কুড়িবিশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে এগিয়ে আনার ভাবনা চিন্তা করছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পরে শোনা যায়, সব ঠিকঠাক থাকলে ২৩ মার্চ শুরু হবে আইপিএল। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম খেলা। তার অন্তত দিন কুড়ি আগেই আইপিএল পর্ব চুকিয়ে ফেলতে চায় বোর্ড। যদিও ভারতে নয়, এবার টুর্নামেন্ট হওয়ার কথা দক্ষিণ আফ্রিকায়৷
[নিতম্ব দোলাতে পারেন? ব্যালন জয়ী মহিলা ফুটবলারকে মঞ্চেই অশ্লীল প্রশ্ন]
তবে টুর্নামেন্ট শুরুর দিন সরকারিভাবে ঘোষিত না হলেও সোমবার জানিয়ে দেওয়া হল নিলামের দিনক্ষণ। আগামী ১৮ ডিসেম্বর জয়পুরে হবে নিলাম। একদিনের সেই অনুষ্ঠানে দেশি (৫০) ও বিদেশি (২০) ক্রিকেটার মিলিয়ে মোট ৭০ জনের জন্য বিড করবে আটটি ফ্র্যাঞ্চাইজি। আটটি দলের কাছে রয়েছে মোট ১৪৫.২৫ কোটি টাকা। এবার নিলামে নজর থাকবে যুবরাজ সিং, গৌতম গম্ভীর, ঋদ্ধিমান সাহা, জয়দেব উনাদকাটের মতো বড় বড় নামগুলির দিকে। এছাড়া বিদেশি তারকা কার্লোস ব্রেথওয়েট, জেপি ডুমিনি, প্যাট কামিনস, মুস্তাফিজুর রহমানদের কারা তুলে নেয়, সেদিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
The post বদলে গেল আইপিএল নিলামের ভেন্যু, ঘোষিত হল দিনক্ষণ appeared first on Sangbad Pratidin.