shono
Advertisement

দিল্লি ইনিংস শেষ, আগামী আইপিএলে এই তিন দল নিতে পারে গম্ভীরকে

জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। The post দিল্লি ইনিংস শেষ, আগামী আইপিএলে এই তিন দল নিতে পারে গম্ভীরকে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:02 PM Nov 16, 2018Updated: 06:02 PM Nov 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন আইপিএল-এ সব দলেই যে বেশ কিছু পরিবর্তন আসবে, বৃহস্পতিবারই তা স্পষ্ট হয়ে গিয়েছে। কলকাতা থেকে চেন্নাই-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সব দলই নামী-দামি ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে। তবে এই তালিকায় যে দুজনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তাঁরা হলেন গৌতম গম্ভীর এবং যুবরাজ সিং।

Advertisement

কেকেআর-এর অধিনায়ক হিসেবে দলকে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন গম্ভীর। তা সত্ত্বেও গতবার তাঁকে দলে রাখেনি কলকাতা। ঘরের ক্লাব দিল্লি ডেয়ারডেভিলস কিনে নিয়েছিল গোতিকে। কিন্তু টুর্নামেন্টের শুরুতেই সমর্থকদের হতাশ করে তাঁর পারফরম্যান্স। যা নিজেও বুঝেছিলেন গম্ভীর। ফলে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন টুর্নামেন্টের মাঝ পথেই। সেই গম্ভীরকে এবার রাখল না দিল্লিও। ফলে আগামী মরশুমের জন্য নিলামে উঠবেন তিনি। দিল্লি তাঁকে ছেড়ে দেওয়ার পরই জল্পনা শুরু হয়েছে, আইপিএল ১২-য় কোন দলে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে।

[ভারত ‘গরিব দেশ’ মন্তব্যে বিতর্কের ঝড়, কী সাফাই দিলেন হ্যামিল্টন?]

১. এই প্রসঙ্গেই উঠে এসেছে চেন্নাই সুপার কিংসের নাম। দু’বছরের নির্বাসন কাটিয়ে গতবারই টুর্নামেন্টে কামব্যাক করেছিল দল। নেতৃত্বে ছিলেন সেই চেনা ক্যাপ্টেন কুলই। তবে দলে বেশিরভাগই তিরিশোর্ধ্ব ক্রিকেটার থাকায় নেটদুনিয়ায় চেন্নাইকে নিয়ে কম মশকরা হয়নি। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে আরও একবার দলকে ট্রফি এনে দিয়েছিলেন এম এস ধোনি। তাই এই দল আগামী মরশুমে গম্ভীরের মতো অভিজ্ঞ ক্রিকেটারের দিকে ঝুঁকতে পারে বলেই ধারণা ক্রিকেট মহলের একাংশের।

২. বোলিং বিভাগের মতো সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন আপও এতদিন নজর কেড়েছে। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, শিখর ধাওয়ানের মতো ব্যাটসম্যানরা দলের সাফল্যের অন্যতম কারণ। কিন্তু আসন্ন মরশুমের জন্য ধাওয়ান চলে গিয়েছেন দিল্লি। তাই সেই জায়গায় গম্ভীরকে ভাবতে পারে হায়দরাবাদ।

[আইপিএলের আগে দেশ, বোর্ডের নির্দেশিকায় বিপাকে অজি ক্রিকেটাররা]

৩. আরও একটি দল যদি আবার তাঁকে ডাকে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আন্দাজ করতে পারেন কোন দলের কথা হচ্ছে? হ্যাঁ। ঠিক ধরেছেন, কেকেআর। কলকাতা যোগ দেওয়া ইস্তক ফ্যানদের কখনও নিরাশ করেননি তিনি। তাই ঘরের ছেলে হয়ে ওঠা গম্ভীর ফের ডাক পেতেই পারেন। সেক্ষেত্রে ক্যাপ্টেন কে হবেন, তা অবশ্য লাখ টাকার প্রশ্ন। তবে গম্ভীর কলকাতায় ফিরলে যে আইপিএল জমে যাবে, সে নিয়ে কোনও সন্দেহ নেই।

The post দিল্লি ইনিংস শেষ, আগামী আইপিএলে এই তিন দল নিতে পারে গম্ভীরকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement