shono
Advertisement

বিরাটের অনবদ্য ব্যাটিং, একপেশে লড়াইয়ে ধোনির চেন্নাইকে ৩৭ রানে হারাল আরসিবি

অপারাজিত ৯০ করলেন অধিনায়ক বিরাট।
Posted: 11:21 PM Oct 10, 2020Updated: 11:48 PM Oct 10, 2020

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ‌‌২০ ওভারে ১৬৯/৪ (কোহলি ৯০*‌, শার্দুল)
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৩২/‌৮ (‌রায়ডু ৪২, মরিস ৩/‌১৯)‌
আরসিবি ৩৭ রানে জয়ী।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ আইপিএলে ‘দক্ষিণ ভারতের ডার্বিতে’ কার্যত ‘বিরাট’ জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাইকে একপেশে লড়াইয়ে ৩৭ রানে হারাল তারা। আরসিবির দেওয়া ১৭০ রানের লক্ষ্যমাত্রার জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে থেমে গেল চেন্নাইয়ের ইনিংস। বিরাটের অপরাজিত ৯০ রান করার দিনে ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি।মাত্র দশ রান করলেন মাহি।

[আরও পড়ুন: খারাপ ফর্মের জন্য যশস্বী জয়সওয়ালকে তোপ নেটিজেনদের, যোগ্য জবাব দিলেন আকাশ চোপড়া‌]

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। কিন্তু শুরুতেই দীপক চাহার ফিরিয়ে দেন অ্যারন ফিঞ্চকে (‌২)‌। এরপর সেই দেবদূত পাড়িক্কল এবং বিরাট কোহলি (Virat Kohli) জুটি আরসিবির হাল ধরেন। দেবদূত করেন ৩৩ রান। তবে এদিন ব্যর্থ হন এবি ডিভিলিয়ার্স। শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। কিন্তু বাকিদের নিয়ে একাই কার্যত রান তুলতে থাকেন বিরাট। শেষপর্যন্ত শতরান না পেলেও ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। খেলেন মাত্র ৫২টি বল। মারেন ৪টি চার এবং ৪টি ছয়। আর তিনটি ছয় মারলেই টুর্নামেন্টে ২০০টি ছয় মারার নজির গড়ে ফেলবেন তিনি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আরসিবির রান দাঁড়ায় চার উইকেটে ১৬৯। চেন্নাইয়ের হয়ে শার্দুল ঠাকুর দু’‌উইকেট নেন।

[আরও পড়ুন: ২৮ বছর পর কনিষ্ঠতম মহিলা হিসেবে ফরাসি ওপেন জিতে নজির এই টেনিস তারকার]

জবাবে ব্যাট করতে নেমে অবশ্য ফের মুখ থুবড়ে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ। টুর্নামেন্টের প্রথম এবং পাঞ্জাব ম্যাচ বাদ দিলে বাকি ম্যাচগুলোতে যেরকম ব্যাটিং ছিল এদিনও সেই খারাপ ব্যাটিংই উপহার দিল চেন্নাই। ওয়াটসন (১৪‌)‌, ডু’‌প্লেসি (৮‌) এমনকী খোদ ধোনিও (‌১০)‌ ফের ব্যর্থ।‌ এদিন টুর্নামেন্টে ৩০০টি ছয় মারার রেকর্ড গড়লেও ওই একই ওভারে চাহালের শিকার হন ক্যাপ্টেন কুল। আর তিনি ফিরতেই চেন্নাইয়ের সমস্ত আশাও যেন শেষ হয়ে যায়। রায়াডু (‌৪২)‌ বা কেদার যাদবের জায়গায় সুযোগ পাওয়া জগদেশন (‌৩৩) চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। ফলে শেষপর্যন্ত ৩৭ রান দূরেই থেমে যায় চেন্নাইয়ের ইনিংস।

এই ম্যাচ জিতে একদিকে যেমন শেষ চারের দিকে আরও একধাপ এগোল বিরাটের আরসিব,। অন্যদিকে, আরও কিছুটা চাপে পড়ে গেল ধোনির চেন্নাই সুপার কিংস। এদিনের পরে যে আরও সমালোচনায় বিদ্ধ হবেন ধোনি, তা আর বলার অপেক্ষা রাখে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement