সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নতুন মরশুমের (IPL 2022) আগে বড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স। আগামী মরশুমে নাইটদের বোলিং কোচ হচ্ছেন টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন কোচ ভরত অরুণ (Bharat Arun)। প্রাক্তন কিউয়ি পেসার কাইল মিলসের জায়গায় নাইটদের বোলিং কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন তিনি। শুক্রবার এমনটাই জানিয়েছে গত আইপিএলের রানার্স-আপরা।
ভরত অরুণ রবি শাস্ত্রী এবং অনিল কুম্বলের সহকারী হিসাবে প্রায় ৭ বছর ভারতের জাতীয় দলের (Indian Team) হয়ে কাজ করেছেন। শামি, বুমরাহদের নিয়ে ভারতের যে পেস আক্রমণ আজ গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে, তার কৃতিত্ব অনেকটাই অরুণের। আইপিএলেও এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বোলিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও বোলিং কোচের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এ হেন কোচকে সাপোর্ট স্টাফে এনে বেশ ভাল রকমের চমক দিল নাইট শিবির।
[আরও পড়ুন: ফেব্রুয়ারিতে একাধিক আন্তর্জাতিক ম্যাচ হতে পারে ইডেনে? বাড়ছে সম্ভাবনা]
গত মরশুম পর্যন্ত কেকেআরে (KKR) প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি, কমলেশ নাগারকেটিদের মতো তরুণ প্রতিভাবান পেসাররা খেলেছেন। সেই সঙ্গে খেলেছেন বরুণ চক্রবর্তীর মতো তরুণ স্পিনাররও। এই মরশুমে পেস ব্যাটারির কাউকে রিটেন না করলেও তাঁদের নিলামে ফেরানোর চেষ্টা করবে নাইটরা। সেই সঙ্গে থাকছেন চক্রবর্তী। ইডেনের (Eden Gardens) পিচে আগামী দিনে ভাল পেসার দিয়ে দল সাজানোর পরিকল্পনা রয়েছে নাইটদের। সেটা হলে ভরত অরুণের অভিজ্ঞতা ভারতীয় পেসারদের কাজে লাগবে।
[আরও পড়ুন: Virat Kohli: মাঠে মেজাজ হারালেন কোহলি, স্টাম্প মাইকে শোনা গেল গালিগালাজ! হইচই নেটদুনিয়ায়]
গত মরশুমে নিজের সতীর্থ কাইল মিলসকে বোলিং কোচ করেছিলেন কেকেআর কোচ ম্যাককালাম। কিন্তু টুর্নামেন্টের শুরুর দিকে নাইটরা সেভাবে সুবিধা করতে পারেনি। এ বছর অরুণকে সাপোর্ট স্টাফে পেয়ে উচ্ছ্বসিত কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিনি বলছেন,”আমি নিশ্চিত অরুণের আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। ওঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।” নাইটদের নতুন বোলিং কোচ নিজেও বলছেন,”আমি এত সফল একটা ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে খুবই আনন্দিত। শুধু আইপিএলে নয়, নাইটরা গোটা বিশ্বেই সফল। “