shono
Advertisement

কেমন হতে পারে রাজস্থানের প্রথম একাদশ, দলের শক্তি ও দুর্বলতা কী? একনজরে টিম প্রোফাইল

আগামী ২৯ মার্চ পুণেতে তাদের প্রথম প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
Posted: 09:11 PM Mar 22, 2022Updated: 09:11 PM Mar 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেন ওয়ার্নের হাত ধরে আইপিএল ট্রফি এসেছিল রাজস্থান রয়্যালসের ঘরে। কিন্তু তারপর থেকে চ্যাম্পিয়নের তকমা অধরাই রয়ে গিয়েছে। গত মরশুমে ১৪টা ম্যাচের মধ্যে ন’টাতেই হারে রাজস্থান (Rajasthan Royals)। মাত্র পাঁচটা ম্যাচ জিতে লিগ তালিকার সাত নম্বরে টুর্নামেন্ট শেষ করে তারা। সেসব স্মৃতি মন থেকে মুছে ফেলে নতুন উদ্যোমেই মাঠে নামতে প্রস্তুত সঞ্জু স্যামসনরা। আগামী ২৯ মার্চ পুণেতে তাদের প্রথম প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। কেমন হল রাজস্থানের এবারের টিম প্রোফাইল? দলের শক্তি কিংবা দুর্বলতাই বা কী? চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

প্রথমেই নজর রাখা যাক এবারের আইপিএলের গোটা দলের দিকে:
সঞ্জু স্যামসন (অধিনায়ক), জোস বাটলার, যশস্বী জসওয়াল, আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সিমরন হেটমেয়ার, দেবদূত পাড়িক্কল, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি কারিয়াপ্পা, নবদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অনুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বরোকা, কুলদীপ যাদব, শুভম গারওয়াল, জিমি নিশাম, নাথান কল্টার-নাইল, ভ্যান ডার ডুসেন, ডারিল মিচেল।

[আরও পড়ুন: কেমন হতে পারে ঋষভ পন্থের দিল্লির প্রথম একাদশ? দলের শক্তি-দুর্বলতা কী? একনজরে টিম প্রোফাইল]

দলের শক্তি:
বিগত বছরে বেন স্টোকস, স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানের মতো ব্যাটারদের পেয়েছিল দল। সেই জায়গায় এবার কার্যত তরুণ ব্রিগেড সামলাবেন ব্য়াটিং লাইন আপ। দেবদূতের আইপিএল (IPL 2022) গ্রাফ যথেষ্ট ঈর্ষণীয়। যশস্বীও ব্যাট হাতে একাধিক রেকর্ডের মালিক। তাছাড়া বাটলার, হেটমেয়ারের মতো গেম চেঞ্জার রয়েছেন। বোলিং বিভাগে চোখ রাখলে প্রথমেই নজরে পড়বে দুই রত্ন। চাহাল ও অশ্বিন। ফলে স্পিন অ্যাটাক নিয়ে নিশ্চিন্ত দল।

দলের দুর্বলতা:
টি-টোয়েন্টি ফরম্যাট হলেও অভিজ্ঞতা যে দলের সম্পদ, তা প্রমাণ পায় মুম্বই কিংবা চেন্নাইয়ের দিকে তাকালেই। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের মগজাস্ত্রেই বারবার এসেছে জয়। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের অভিজ্ঞতা অনেকটাই কম। তাছাড়া কুলদীপ যাদব, ভ্যান ডার ডুসেন, নাথান কল্টার-নাইলের মতো তারকাদের কীভাবে ব্যবহার করা হবে, সে নিয়েও বেশ ধন্দে থাকতে হবে দলকে।

সম্ভাব্য একাদশ:
যশস্বী জসওয়াল, জস বাটলার (উইকেটকিপার), দেবদূত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), সিমরন হেটমেয়ার, করুণ নায়ার, জিমি নিশাম, আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ।

[আরও পড়ুন: বিজ্ঞাপনে ভুল তথ্য দেখানো বন্ধ করুন, ক্রেতা সুরক্ষার রোষানলে নামী টুথপেস্ট সংস্থা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement