shono
Advertisement

IPL 2022: কাজে এল না সূর্যকুমারের লড়াই, মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

পরপর চার ম্যাচ হারল মুম্বই।
Posted: 11:22 PM Apr 09, 2022Updated: 12:34 AM Apr 10, 2022

মুম্বই ইন্ডিয়ান্স: ১৫১-৬ (সূর্যকুমার ৬৮*, রোহিত ২৬)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৫২-৩ (রাওয়াত ৬৬, কোহলি ৪৮)
ব্যাঙ্গালোর ৭ উইকেটে জয়ী।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) যুদ্ধে শেষমেশ জিতল আরসিবি।  শনিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একসময়ে মনে হয়েছিল খুব অল্প রানে শেষ হয়ে যাবে মুম্বই। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবের ব্যাট ঝলসে ওঠে গুরুত্বপূর্ণ মূহূর্তে। পরপর যখন উইকেট যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের, ঠিক তখন রুখে দাঁড়ান সূর্য কুমার যাদব। তাঁর ৩৭ বলে ৬৮ রানের জন্য ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স করে ৬ উইকেটে ১৫১ রান। জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সাত উইকেটে ম্যাচ জিতে নেয়। ১৮.৩ ওভারে ৩ উইকেটে ১৫২ রান করে শেষ হাসি হাসেন বিরাট কোহলিরা। এর আগের ম্যাচে কেকেআর-এর কাছে হেরে গিয়েছিল মুম্বই। প্যাট কামিন্সের মারমুখী ব্যাটিং হারিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। এদিনও হারতে হল রোহিত শর্মার দলকে। মেগা টুর্নামেন্টে এখনও জয়ের মুখ দেখেনি মুম্বই। টানা চার ম্যাচ হারল রোহিতের দল।   

মুম্বইয়ের হয়ে শুরুটা ভাল করেছিলেন ইশান কিষান ও রোহিত শর্মা। দলের রান যখন ৫০ ঠিক তখন রোহিত শর্মার উইকেট যায়। ডিওয়াল্ড ব্রেভিস ব্যক্তিগত ৮ রানে ফিরে যান। মুম্বই ইন্ডিয়ান্সের রান তখন ৬০। এরপরেই নাটকীয় পটপরিবর্তন। ইশান কিষান (২৬), তিলক ভার্মা (০) এবং পোলার্ড (০) দ্রুত ফিরে যান। এরপর সূর্যকুমার যাদব পালটা মারের খেলা শুরু করেন। এরমধ্যেই রামনদীপ সিং (৬) ফিরে যান। মুম্বই হয়ে যায় ৬ উইকেটে ৭৯।

[আরও পড়ুন: IPL 2022: ফের ব্যর্থ চেন্নাই, ধোনিদের হারিয়ে প্রথম জয় সানরাইজার্স হায়দরাবাদের]

সূর্য এরপরে আলো জ্বালান আলো জ্বালান মুম্বইয়ের ইনিংসে। তাঁকে দেশীয় ক্রিকেটে স্কাই বলে ডাকা হয়। দল যখনই বিপদে পড়ে, তখনই সূর্যকুমার যাদব জ্বলে ওঠেন। এদিনও সেই কাজটাই করেন তিনি। মাত্র ৩৭ বলে ৬৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে সাজানো ছিল ৫টি চার ও ৬টি ছয়। জয়দেব উনাদকড়ও (১৩ অপরাজিত) তাঁকে যোগ্য সঙ্গত করেন। 

মুম্বইয়ের রান তাড়া করতে নেমে ৫০ রানে প্রথম উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স। ফ্যাফ দু প্লেসি (১৬) মারতে গিয়ে আউট হন জয়দেব উনাদকড়ের বলে। ওপেনার অনুজ রাওয়াতের সঙ্গে যোগ দেন বিরাট কোহলি। এই দুই ব্যাটসম্যান আরসিবি ইনিংস গোছানোর কাজ শুরু করেন। রাওয়াত ও কোহলি ৮০ রানের পার্টনারশিপ গড়েন। অনুজ রাওয়াত রান আউট হন ব্যক্তিগত ৬৬ রানে। আরসিবি-র রান তখন ২ উইকেটে ১৩০।  ক্রিজে জমে যাওয়া রাওয়াত মোক্ষম সময়ে আউট হওয়ার কিছুক্ষণ পরেই ডাগ আউটে ফেরেন বিরাট কোহলি (৪৮)। ততক্ষণে অবশ্য জয়ের দোরগোড়ায় পৌঁছে  গিয়েছে আরসিবি। বাকি কাজটা সারেন দীনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েল। 

[আরও পড়ুন: আকাশ থেকে রাতারাতি পাতালে বরিস বেকার, সম্পত্তি গোপন করে সাত বছরের জেলের মুখে কিংবদন্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার