shono
Advertisement

Breaking News

IPL 2024: ‘টিম লিস্টে ওর নাম দেখে খুব খুশি হয়েছি!’ কার কথা বললেন এবি ডিভিলিয়ার্স

মহাতারকার অপেক্ষায় 'মিস্টার ৩৬০ ডিগ্রি'।
Posted: 05:23 PM Nov 30, 2023Updated: 06:51 PM Nov 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঁটুর অস্ত্রোপচার গত আইপিএল (IPL 2023) জেতার পরেই করিয়েছিলেন। তিনি যে আসন্ন আইপিএল-এ (IPL 2024) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন। এহেন মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) হাতেই থাকবে সিএসকে-এর (CSK) ব্যাটন। সেটা কয়েক দিন আগে হয়ে যাওয়া আইপিএল-র রিটেনশনের অনুষ্ঠানের পরেই বোঝা হয়ে গিয়েছিল। আর তাই ব্যাপক খুশি এবি ডিভিলিয়ার্স (Ab de Villiers)।

Advertisement

এবি ডিভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, “রিটেনশন লিস্টে ধোনির নাম দেখে খুবই খুশি হয়েছিলাম। ওকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। প্রতি মরশুমেই ধোনির আইপিএল খেলা নিয়ে আলোচনা হয়। তবে সবাইকে অবাক করে ২০২৪ সালের আইপিএল-এও ধোনি খেলবে। ধোনি সবসময় ক্রিকেট দুনিয়াকে অবাক করে এসেছে। এবারও তেমন কিছু দেখার অপেক্ষায় আছি।”

ধোনির অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: ০ রানে ৮ উইকেট! মুরলীধরনের দেশের ‘বিস্ময়বালক’-কে নিয়ে তোলপাড় ক্রিকেট দুনিয়া]

গত আইপিএল-এর আগে থেকেই হাঁটুর চোটে কাবু ছিলেন ধোনি। তবুও ধোনি পুরো প্রতিযোগিতায় খেলেছেন। অধিনায়ক হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সঙ্গে, ৪১ বছর বয়সেও দারুণ কিপিং করেছিলেন। শেষ দিকে ব্যাট করতে নামা ‘ক্যাপ্টেন কুল’ ১৬ ম্যাচে করেছিলেন ১০৪ রান। স্ট্রাইক রেট ১৮৪।

[আরও পড়ুন: বিশ্বকাপ হারের শোক ভুলতে সপরিবারে বিদেশে রোহিত! ছবি শেয়ার করলেন ঋতিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement