shono
Advertisement

Breaking News

IPL 2024

পিচ খারাপ হলে নারিন ভালো বল করলেন কীভাবে? সমালোচনার কড়া জবাব ইডেন কিউরেটরের

ইডেনের পিচকে একশোর মধ্যে একশো দিচ্ছেন কিউরেটর সুজন।
Posted: 01:02 PM Apr 28, 2024Updated: 01:02 PM Apr 28, 2024

বক্তার নাম সুজন মুখোপাধ্যায়। ইডেন কিউরেটর। পাঞ্জাবের কাছে হারের পর ইডেন পিচ নাইট-সমর্থকদের রোষানলে পড়ায় যিনি কিছুটা বিস্মিত। তবে ছাড়লেন না সুজন। বরং ইডেনে গজিয়ে ওঠা নানা প্রশ্নের উত্তর দিলেন তিনি। দিলেন চোখা ভাবে। শুনলেন আলাপন সাহা।

Advertisement

প্রশ্ন: শুক্রবার ইডেনে বিশ্বরেকর্ড হলো। দেশজ ক্রিকেটমহল জুড়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে তা নিয়ে।
সুজন: ভালো তো। ইডেন গার্ডেন্সে এত ভালো একটা ম্যাচ দেখতে পেলেন দর্শকরা।
প্রশ্ন: কিন্তু প্রশংসা যেমন চলছে, তেমন সমালোচনাও হচ্ছে।
সুজন: কীসের সমালোচনা?
প্রশ্ন: বলা হচ্ছে, কেকেআর ২৬১ তোলার পর হেরে গেল। বোলারদের জন্য নাকি ইডেনে পিচে কিছুই থাকছে না। পুরোটাই ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে।

[আরও পড়ুন: পুরুলিয়াকে টেক্কা বারাকপুরের! মে মাসে আরও চড়বে পারদ, ৭ জেলায় লাল সতর্কতা]

সুজন: দেখুন আপনি যা কিছুই করুন না কেন, তাতে সমালোচনা হবেই। আমি ওসব নিয়ে ভবি না! আমি জানি না কারা এই সব কথা বলছে। যারা বলছে তারা আদৌ ক্রিকেট বোঝে তো? আগের দিন এই উইকেটই তো সুনীল নারিন (Sunil Narine) বোলিং করেছে। কত রান দিয়েছে বলুন? চার ওভারে ২৪। এরকম তো নয় যে নারিন আলাদা উইকেটে বোলিং করেছে, আর বাকিরা আলদা উইকেটে! পিচ যদি শুধু ব‌্যাটারদের সাহায্য করে, তাহলে নারিন ওরকম বোলিং করল কী করে? আসল কথা হলো আপনার মধ্যে সেই স্কিল থাকতে হবে।
প্রশ্ন: তাহলে ইডেনের (Eden Gardens) উইকেট ভালো বলছেন?
সুজন: অবশ‌্যই। এটা নিয়ে সন্দেহের কোনও অবকাশ থাকতেই পারে না। আপনি কী করে ইডেনের পিচকে খারাপ বলবেন? কোন ভিত্তিতে বলবেন? আগের দিন পিচে বল কি টার্ন করেনি? টার্ন করেছে। বল কাঁধের উপরও দিয়েও গিয়েছে। অর্থাৎ পিচে বাউন্স যেমন ছিল, তেমনই স্পিনাররা টার্নও পেয়েছে। এখন যদি আপনি ঠিকঠাক বোলিং করতে না পারেন, তাহলে বিশ্বের কোনও পিচেই কিছু করতে পারবেন না। এত গরমেও ইডেনে প্রায় যাট হাজারের কাছাকাছি দর্শক আসছে। ভালো ক্রিকেট হচ্ছে বলেই তো তারা দেখতে আসছে। গত তিনটে ম‌্যাচই কী রকম রুদ্ধশ্বাস হয়েছে বলুন। তাছাড়া শুধু ইডেনে এত রান হচ্ছে না। সর্বত্র হচ্ছে। আজই তো দিল্লি ক‌্যাপিটালস (Delhi Capitals) আড়াইশোর উপর রান করল। মুম্বই ইন্ডিয়ান্স সেটাও প্রায় তাড়া করে দিয়েছিল। তাহলে সবাই শুধু ইডেন উইকেট নিয়ে কেন পড়ে রয়েছেন?
প্রশ্ন: কেউ কেউ বলছেন, কেকেআর (KKR) নাকি ঘরের মাঠে খেলার কোনও সুবিধেই পাচ্ছে না। কারণ কেকেআরের বোলিং অ‌্যাটাক স্পিন নির্ভর। এখনকার ইডেন পিচ যেরকম, সেখানে স্পিনাররা তেমন সুবিধা পাচ্ছে না?

[আরও পড়ুন: সাবধান! গরমের পরিত্রাতা আখের রসে মিলছে ‘বিষ’, অভিযান চালিয়ে বিস্ফোরক তথ্য পুরসভার হাতে]


সুজন: এই উত্তরটা আপনাকে আগেই দিলাম। এই পিচেই কিন্তু নারিন বল করে গিয়েছে। তাছাড়া কারা এসব বলছে, আমি জানি না। কোথায়, কেকেআরের তরফ থেকে কোনও রকম কিছু আমায় বলা হয়নি। কেউ আমাকে এসে বলেনি যে খারাপ উইকেট। বরং শাহরুখ (Shah Rukh Khan) আগে বলে গিয়েছে যে, দারুণ পিচ হচ্ছে। আমার বক্তব‌্য হল, কেকেআরের যদি কোনও সমস‌্যা না থাকে, তাহলে বাকিদের এত অসুবিধে হচ্ছে কোথায়?

প্রশ্ন: শেষ প্রশ্ন। আপনি ইডেন পিচকে কত নম্বর দেবেন?
সুজন: একশোর মধ্যে একশো। দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি। অনেক বন্ধুবান্ধব ফোন করছে। ওদের সবার বক্তব‌্য, ইডেনের উইকেট দারুণ। দেখুন লোকে মাঠে আসে ভালো ক্রিকেটের টানে। সেটাই যদি না থাকে তাহলে কী লাভ? ঠিক আছে, দাবি মেনে স্লো উইকেট করলাম। তাতে একটা টিম কোনওরকমে দেড়শো তুলল। বিপক্ষ আবার ১২০-তে অলআউট হয়ে গেল। সেটা কি ক্রিকেটের পক্ষে ভালো হবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঞ্জাবের কাছে হারের পর ইডেন পিচ নাইট-সমর্থকদের রোষানলে পড়ায় যিনি কিছুটা বিস্মিত।
  • তবে ছাড়লেন না সুজন।
  • ইডেনে গজিয়ে ওঠা নানা প্রশ্নের উত্তর দিলেন তিনি।
Advertisement