সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) মিনি নিলাম (Auction)হবে মঙ্গলবার। ফ্র্যাঞ্চাইজিগুলো স্থির করে ফেলেছে তাদের কার্যপ্রণালী। দলে কাদের নেওয়া হবে, কাদের পিছনে টাকার ঝুলি নিয়ে ছোটা হবে, তার ছক আগেই কষে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যেই জানা গেল, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২২ মার্চ থেকে বল গড়াবে আইপিএলের। মে মাসের শেষ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। যদিও আইপিএল শুরুর নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। ফাইনালের দিনও বলা হয়নি। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য দিন ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।
আগামী বছর লোকসভা নির্বাচন। অতীতেও লোকসভা নির্বাচনের সঙ্গে আইপিএলের দিনতারিখ মিলে গিয়েছিল। টুর্নামেন্ট চলে গিয়েছিল বিদেশে। এবার কি সেরকম কিছু হবে? এখনও পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি।
[আরও পড়ুন:অজিদের কাছে হারের পরে বড় শাস্তি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের]
এদিকে নিলামে উঠবেন ৩৩৩ জন ক্রিকেটার। প্রাথমিক তালিকায় রাখা হয়েছিল ১১৭৬ জন ক্রিকেটারকে। তাদের মধ্যে থেকে বাছাই করা হয়েছে ৩৩৩ জন ক্রিকেটারকে। এই ৩৩৩ জনের মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। বিদেশি ক্রিকেটার ১১৯ জন।
মোট ২৩ জন ক্রিকেটারের বেস প্রাইস থাকছে সর্বাধিক ২ কোটি টাকা। এই ২৩ জনের মধ্যে আবার ৭ জন অস্ট্রেলিয়ার (Australia) ৫০ ওভারের বিশ্বকাপজয়ী দলের সদস্য। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল প্যাট কামিন্স (Pat Cummins) ও ট্রাভিস হেডের (Travis Head)।
[আরও পড়ুন: ২০ মাসের জন্য নিষিদ্ধ নবীন উল হক, কিন্তু কেন?]