shono
Advertisement

Breaking News

Kolkata Knight Riders

শহরে বৃষ্টি, পিছিয়ে গেল ইডেনে কলকাতা-মুম্বই ম্যাচের টস

Published By: Arpan DasPosted: 07:34 PM May 11, 2024Updated: 07:56 PM May 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে পিছিয়ে গেল নাইট (Kolkata Knight Riders) ও মুম্বই (Mumbai Indians) ম্যাচের টস। যার ফলে কখন আইপিএলের (IPL 2024) গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হবে, তা এখনও নিশ্চিত নয়। ইডেনের গোটা মাঠই ঢাকা রয়েছে। আম্পায়াররা এখনও জানাননি ম্যাচ কখন শুরু হবে। দুদলের তারকারাই অপেক্ষা করছেন মাঠে নামার জন্য। রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখা যায় নাইট তারকাদের সঙ্গে আড্ডা মারতে। 

Advertisement

সম্ভবত মুম্বইয়ের জার্সিতে এই ম্যাচেই পছন্দের ইডেনে শেষ ম্যাচ খেলতে নামছেন রোহিত। মরশুমের শুরুতেই তাঁকে মুম্বইয়ের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ফলে নতুন মরশুমে তিনি কোথায় নামবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইডেনে তাঁর পারফরম্যান্স বরাবরই ভালো। ওয়ান ডে ক্রিকেটে ঐতিহাসিক ২৬৪ রান করেছিলেন এই মাঠেই। যদিও চলতি আইপিএলে খুব একটা ভালো ফর্মে নেই হিটম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পয়মন্ত মাঠে নেমে কি ছন্দে ফিরবেন ভারত অধিনায়ক? সবটাই নির্ভর করে আছে কলকাতার আকাশের উপর। 

[আরও পড়ুন: বাদ নেইমার-কাসেমিরো, বিস্ময় বালককে সামনে রেখেই কোপা জয়ের ছক ব্রাজিলের]

কলকাতার প্লে অফে ওঠা প্রায় নিশ্চিত। গৌতম গম্ভীররা চান এদিনই প্লে অফের টিকিট হাতে তুলে নিতে। মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান শেষ হয়েছে আগেই। ফলে ম্যাচটার গুরুত্ব রয়েছে কেকেআরের কাছে। শেষ পর্যন্ত ম্যাচ না হলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। সেক্ষেত্রে ১ পয়েন্ট নিয়ে প্লে অফে যোগ্যতা অর্জন করবে নাইটরা। কিন্তু লিগ টপার হওয়ার আশা ধাক্কা খাবে। কারণ ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে নাইটদের ঠিক পরেই রয়েছে রাজস্থান রয়্যালস।

[আরও পড়ুন: বাদ নেইমার-কাসেমিরো, বিস্ময় বালককে সামনে রেখেই কোপা জয়ের ছক ব্রাজিলের]

মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার কাছে এই ম্যাচ সম্মান ফেরানোর লড়াই। চলতি আইপিএলে ওয়াংখেড়েতে ২৪ রানে হেরেছিলেন তাঁরা। দীর্ঘ ১২ বছর পর মুম্বইয়ের মাঠে জয় পায় কলকাতা। এদিন বৃষ্টিবিঘ্নিত ইডেনে বেশ চিন্তিত মুখে দেখা গেল হার্দিককে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃষ্টিতে পিছিয়ে গেল নাইট ও মুম্বই ম্যাচের টস।
  • যার ফলে কখন আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হবে, তা এখনও নিশ্চিত নয়।
  • ইডেনের গোটা মাঠই ঢাকা রয়েছে।
Advertisement