সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েক দিন সময়। ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল (IPL 2024)। এদিকে ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Surisers Hyderabad)। এর আগে চূড়ান্ত হয়ে গেল টিকিটের দাম। বাইশ গজের যুদ্ধে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)-আন্দ্রে রাসেলদের (Andre Russel) লড়াই দেখতে হলে, কত খরচ করতে হবে? জানা গেল সেই তথ্য।
ইডেনে কেকেআরের সব ম্যাচের টিকিটের দাম নির্ধারিত হয়ে গেল। সর্বনিম্ন টিকিটের দাম ৭৫০ টাকা। এছাড়া ১০০০, ১৫০০, ২০০০, ৩০০০, ৩৫০০ টাকা দামের টিকিট রয়েছে। এর পাশাপাশি রয়েছে ৮৫০০ দামের টিকিট। যা গ্যালারি নির্দিষ্ট একটি অংশের জন্য। কর্পোরেট বক্সের টিকিটের দাম অবশ্য আলাদা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহ থেকেই অন লাইনে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: নাইটদের অনুশীলনে মহানুভবতার পরিচয় দিলেন রিঙ্কু, কিন্তু কীভাবে? দেখুন ভাইরাল ভিডিও]
এই মুহূর্তে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল অ্যাকাডেমিতে প্রস্তুতিতে ব্যস্ত রিঙ্কু সিং, নিতিশ রানা, ভেঙ্কটেশ আইয়াররা। ১৫ মার্চ থেকে ইডেনে বসবে নাইটদের শিবির। এর আগেই শহরে চলে আসবেন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত-মেন্টর গৌতম গম্ভীররা।
২০১২ ও ২০১৪ সালে শেষবার ট্রফি জিতেছিল কেকেআর। দুবারই অধিনায়ক ছিলেন গম্ভীর। প্রাক্তন অধিনায়ককে এবার অন্য ভূমিকায় দেখা যাবে। তাঁর মেন্টরশিপে নাইটরা কেমন পারফর্ম করে সেটাই দেখার।