স্টাফ রিপোর্টার: মিচেল স্টার্ক-আউট। জো রুট-আউট। শান্তাকুমরান শ্রীসন্থ-ইন। অর্জুন তেণ্ডু্লকর (Arjun Tendulkar)-ইন। আসন্ন আইপিএল নিলামের চমকের নির্যাস এটা। যেখানে ভারতের মাটিতে চেন্নাইয়ে এ দিন সেঞ্চুরি করার পরেও নিলাম থেকে নিজেকে সরিয়ে নিলেন রুট। এ নিয়ে পরপর দু’বছর তিনি আইপিএল (IPL) থেকে নিজেকে সরিয়ে রাখলেন। অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্কও জানিয়ে দিলেন, তিনিও খেলবেন না। ও দিকে, আবার আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নির্বাসন কাটানোর পর আবার আইপিএলের জগতে ফিরে এলেন শ্রীসন্থ (S. Sreesanth)।অতীতে ‘কলঙ্কিত’ ভারতীয় পেসার আবার নাম লেখালেন আইপিএলে। এবং নিজের ন্যূনতম মূল্য ধার্য করলেন পঁচাত্তর লক্ষ টাকা। এলেন আরও একজন, এবারই প্রথম। তিনি শচীন তেণ্ডুলকরের পুত্র অর্জুন তেণ্ডুলকর। যিনি নিজের বেস প্রাইস রেখেছেন কুড়ি লক্ষ টাকা।
আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএল নিলামের আসর বসছে। সব মিলিয়ে ১০৯৭ জন ক্রিকেটার (৮১৪ জন ভারতীয় ও ২৮৩ জন বিদেশি) আগামী ১৮ ফেব্রুয়ারির নিলামে উঠতে চলেছেন। এগারো জন ক্রিকেটার দু’কোটির বেস প্রাইস রেখেছেন। তাঁরা হলেন, কেদার যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড, কলিন ইনগ্রাম এবং শাকিব-আল-হাসান।
[আরও পড়ুন: কৃষি আইন সমর্থনের জের! কোচিতে কালিমালিপ্ত শচীনের ছবি, অভিযুক্ত যুব কংগ্রেস কর্মীরা]
এবারে সবচেয়ে ধনী দল হিসেবে নিলামে নামাছে কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের হাতে অবশিষ্ট আছে ৫৩ কোটি ২০ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে কোহলির আরসিবি। তাদের হাতে অবশিষ্ট ৩৫ কোটি ৯০ লক্ষ টাকা। তৃতীয় স্থানে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনদের হাতে থাকছে ৩৪ কোটি ৮৫ লক্ষ টাকা। ধোনির চেন্নাই সুপার কিংসের হাতে থাকছে ২২ কোটি ৯০ লক্ষ টাকা, রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের হাতে ১৫ কোটি ৩৫ লক্ষ টাকা এবং দিল্লি ক্যাপিটালসের হাতে ১২ কোটি ৯০ লক্ষ টাকা অবশিষ্ট থাকছে। কেকেআরের (KKR) হাতে অবশিষ্ট মাত্র ১০ কোটি ৭৫ লক্ষ টাকা। সানরাইজার্স হায়দরাবাদের হাতেও রয়েছে মাত্র ১০ কোটি ৭৫ লক্ষ।