shono
Advertisement

IPL Auction 2022: কেকেআরের পরবর্তী অধিনায়ক শ্রেয়স? বিরাট অঙ্কে যোগ দিলেন নাইট শিবিরে

দেখে নিন মোটা অঙ্কের বিনিময়ে কোন দলে গেলেন কোন তারকা।
Posted: 01:40 PM Feb 12, 2022Updated: 05:15 PM Feb 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে হবেন কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী নেতা? আইপিএলের মেগা নিলামের আগেই শুরু হয়ে গিয়েছিল সেই জল্পনা। আর শনিবার বেঙ্গালুরুর নিলাম (IPL Auction 2022) শুরু হতেই কার্যত সেই জল্পনায় ইতি ঘটল। কারণ বিপুল অর্থে কিং খানের দল কিনে নিল শ্রেয়স আইয়ারকে। দলে ফিরলেন প্যাট কামিন্সও।

Advertisement

দীনেশ কার্তিক নাইটদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে ইয়ন মর্গ্যানের মাথায় ওঠে অধিনায়কের টুপি। কিন্তু তিনিও দলের ভাগ্য ফেরাতে পারেননি। ফাইনালে চেন্নাইয়ের কাছে হারে দল। তাই এবারের টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর। আর সেই উদ্দেশ্যেই নয়া নেতা নিয়ে ঘর সাজানো হচ্ছে। এবারের আইপিএল নিমালে ১০ কোটি দর উঠতে পারে যে সব ক্রিকেটারের, সেই তালিকায় ছিলেন শ্রেয়স। তাছাড়া কেকেআরের অধিনায়ক হিসেবেও নাম উঠে আসছিল দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন নেতার। জাতীয় দলের জার্সি গায়েও তিনি ফর্মে রয়েছেন। সব মিলিয়ে তাই শ্রেয়সের (Shreyas Iyer) জন্য অলআউট ঝাঁপিয়েছিল নাইট শিবির। বাকিদের পিছনে ফেলে শেষমেশ ভারতীয় তারকা ক্রিকেটারকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় তুলে নিল কেকেআর। 

[আরও পড়ুন: কোহলি কি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন? প্রশ্ন শুনে হেসে উঠলেন রোহিত]

শ্রেয়সকে নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সও (Pat Cummins) ফিরলেন কিং খানের দলে। ৭ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর। অজি অধিনায়ক হিসাবে গত বছরই অ্যাশেজ সিরিজ জিতেছেন কামিন্স। তাছাড়া কেকেআরের হয়ে খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই নাইট নেতা হিসেবে তাঁর নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শ্রেয়সকেই শেষমেশ অধিনায়ক বেছে নিলে ডেপুটির ভূমিকাতে দেখা যেতেই পারে কামিন্সকে। এদিকে, ৮ কোটি টাকা দিয়ে নীতীশ রানাকে কিনল কেকেআর।

এদিন প্রথম ক্রিকেটার হিসেবে নিলামে ওঠে শিখর ধাওয়ানের নাম। যাঁকে ৮ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নেয় পাঞ্জাব কিংস। অশ্বিনকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংস কাগিসো রাবাদাকে কিনে নিল ৯ কোটি ২৫ লক্ষ টাকায়। আবার অল্পের জন্য মহম্মদ শামি হাতছাড়া হন নাইটদের। ৬.২৫ কোটিতে তাঁকে কিনে নেয় গুজরাট টাইটান্স। অর্থাৎ নতুন দলে খেলবেন তিনি। নতুন দলে খেলবেন প্রাক্তন নাইট ব্যাটার মণীশ পাণ্ডেও। ৪ কোটি ৬০ লক্ষ টাকায় তাঁকে কিনল লখনউ। লখনউ তুলে নিল কুইন্টন ডি’কককেও। ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় বিক্রি হলেন তিনি। ডেভিড ওয়ার্নার সাড়ে ৬ কোটিতে গেলেন দিল্লি ক্যাপিটালসে। তবে প্রথম দফায় অবিক্রিত থেকে যান প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না। 

[আরও পড়ুন: বিধ্বংসী সিরাজ-কৃষ্ণা, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে নেতৃত্বের সফর শুরু রোহিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement