shono
Advertisement
Virat Kohli

তোমাদের মতো নই! সিডনিতে অস্ট্রেলিয়ার সমর্থকদের 'স্যান্ডপেপার কাণ্ড' মনে করালেন কোহলি

সিডনিতে কী করলেন কোহলি?
Published By: Arpan DasPosted: 02:11 PM Jan 05, 2025Updated: 02:11 PM Jan 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনি টেস্টেও হার। দশ বছর পর বর্ডার গাভাসকর ট্রফিতে পরাজয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নও ভেঙে চুরমার। সেই সঙ্গে ফিরে এল ৭ বছর পুরনো স্যান্ডপেপার বিতর্ক। না, সিডনিতে সেরকম কোনও ঘটনা ঘটেনি। কিন্তু বিরাট কোহলির আচরণ ফের ২০১৮-র বিতর্ক উসকে দিল।

Advertisement

সিডনি টেস্টের তৃতীয় দিনে মাঠে ছিলেন না জশপ্রীত বুমরাহ। যে কারণে নেতৃত্ব দিতে হয়েছে কোহলিকে। দ্বিতীয় দিনের শেষেই গুজব ছড়িয়েছিল অস্ট্রেলিয়ার কিছু সমর্থক। একটি ভিডিও শেয়ার করে তাদের দাবি ভারতীয় ক্রিকেটাররা জুতোয় কিছু একটা নিয়ে মাঠে নেমেছে। সেটিকে স্যান্ডপেপার বলেও উল্লেখ করা হয়।

তৃতীয় দিনে পালটা দিলেন কোহলি। স্টিভ স্মিথের আউটের পর পকেটে হাত ঢুকিয়ে তিনি দেখান যে সেখানে কিছু নেই। পরে হাত নাড়িয়ে বুঝিয়েও দেন যে সঙ্গে বিতর্কিত কিছু নিয়ে নামেননি। যারা গুজব ছড়াচ্ছিল, তাদের মুখ বন্ধ করার জন্য যে এই আচরণ তা স্পষ্ট। সেই সঙ্গে উসকে দিলেন স্যান্ডপেপার বিতর্ক।

ক্রিকেটভক্তরা নিশ্চয়ই ভোলেননি ২০১৮ সালের কথা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলছিল অস্ট্রেলিয়ার। সেখানে চোখে পড়ে অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করছেন। ঘটনার দায় নেন ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভ স্মিথ। যার ফলে তাঁদের এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। স্মিথের নেতৃত্ব যায়। ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এই ঘটনা পরিচিত হয় ‘স্যান্ডপেপার গেট’ নামে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিডনি টেস্টেও হার। দশ বছর পর বর্ডার গাভাসকর ট্রফিতে পরাজয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নও ভেঙে চুরমার। সেই সঙ্গে ফিরে এল ৭ বছর পুরনো স্যান্ডপেপার বিতর্ক।
  • না, সিডনিতে সেরকম কোনও ঘটনা ঘটেনি। কিন্তু বিরাট কোহলির আচরণ ফের ২০১৮-র বিতর্ক উসকে দিল।
Advertisement