shono
Advertisement

Breaking News

আইপিএল নিলাম: অবিক্রিত থাকতে পারেন এই পাঁচ ভারতীয় তারকা

কারা কারা আছেন তালিকায়? The post আইপিএল নিলাম: অবিক্রিত থাকতে পারেন এই পাঁচ ভারতীয় তারকা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:03 PM Dec 19, 2019Updated: 09:03 PM Dec 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বছর আইপিএলের নিলামে উঠছেন মোট ৩৩২ জন ক্রিকেটার। এই ৩৩২ ক্রিকেটারের মধ‌্যে থেকে আটটা ফ্র্যাঞ্চাজি সর্বমোট কিনতে পারবে ৭৩ জনকে! স্বাভাবিকভাবেই বহু ক্রিকেটার অবিক্রিত থেকে যাবেন। তাঁদের মধ্যে অনেক ভারতীয় তারকার কপালেও হয়তো শিকে ছিঁড়বে না। দেখা যাক এমনই কয়েকজন তারকার নাম।

Advertisement


১. ইউসুফ পাঠান: বয়স ৩৭। সেই ক্ষীপ্রতা বা আগের মতো টাইমিং, কোনওটাই আর নেই। গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তেমন উল্লেখযোগ্য কোনও সাফল্য নেই। শুধু গত বছর বললে ভুল হবে, প্রায় বছর তিনেক ইউসুফ নিজের সেরা ছন্দ দেখাতে পারেননি। তাই এবারের আইপিএলে তিনি অবিক্রিত থেকে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।


২. মোহিত শর্মা: একসময় মহেন্দ্র সিং ধোনির পছন্দের ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন মোহিত শর্মা। দীর্ঘদিন চেন্নাইয়ের হয়েও খেলেছেন। সুইং হারিয়ে তিনি এখন অতি সাধারণ মানের বোলার। গত বছরে কিংস ইলেভেনের হয়ে জঘন্য পারফরম্যান্স করেছেন মোহিত। তাই এবারে তাঁর দল পাওয়া মুশকিল।


৩. বারিন্দর স্রান: একসময় দেশের সেরা বাঁহাতি বোলারের মধ্য ধরা হত স্রানকে। দেশের হয়েও খেলেছেন। কিন্তু, আইপিএলে সেভাবে কোনওদিনই দাগ কাটতে পারেননি। সানরাইজার্সের হয়ে তাঁর পারফরম্যান্স উল্লেখযোগ্য নয়। তাই স্রানের দল পাওয়া নিয়েও সংশয় আছে।


৪. মনোজ তিওয়ারি: বাংলা দলের প্রাক্তন অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে আর আগের মতো ফর্ম দেখাতে পারছেন না মনোজ। গতবারও অবিক্রিত ছিলেন। এবারেও অবিক্রিত থাকার সম্ভাবনা প্রবল।

৫. স্টুয়ার্ট বিনি: রাজস্থান রয়্যালসের হয়ে দু’বছর দুর্দান্ত খেলেছেন বিনি। জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। কিন্তু, এখন ব্যাট বা বল কোনওটিতেই আগের মতো ছন্দে নেই। গতবছর সব ম্যাচ খেলারও সুযোগ পাননি। তাই এবার তাঁর অবিক্রিত থাকার সম্ভাবনা প্রবল।

 

আইপিএলের নিলাম অবশ্য প্রতিবারই নতুন কোনও চমক দেয়। তাই এই তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের সমর্থকদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। এবারেও হয়তো চমক দিয়ে এঁরা দল পেয়ে যেতে পারেন।

The post আইপিএল নিলাম: অবিক্রিত থাকতে পারেন এই পাঁচ ভারতীয় তারকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement