সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2024) মাঝপথেই দেশে ফিরে গিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। নাইট রাইডার্স (KKR) যেমন পাচ্ছে না ফিল সল্টের মতো বিধ্বংসী ব্যাটারকে, তেমনই প্লে অফের অন্য টিম রাজস্থান রয়্যালসেও (RR) নেই জস বাটলার। ইংল্যান্ড ক্রিকেটারদের এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল।
২২ মে থেকে পাকিস্তান-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। বিশ্বকাপের আগে এটাই শেষ প্রস্তুতি সিরিজ ইংল্যান্ড ও পাকিস্তানের। সেই কারণেই ইংরেজ তারকা ক্রিকেটাররা একে একে তাঁদের ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন। বিপাকে পড়লেও কিছু করার নেই আইপিএলের দলগুলির। যদিও সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা টাকা কেটে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। এবার সেটা নিয়ে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা শুরু করল বিসিসিআই (BCCI)।
[আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিটের দাম ১৭ লক্ষ টাকা! আইসিসি-কে একহাত নিলেন ললিত মোদি]
এই প্রসঙ্গে অরুণ ধুমাল বলেন, "আমরা ইংল্যান্ডের সঙ্গে কথা বলেছি। এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর হবে না। আগে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাঁদের অনেকেই এখন আর ইসিবির অংশ নয়। পরিস্থিতির বদল আসতেই পারে। তবে যেরকম পরিকল্পনা ছিল, সেভাবেই সবকিছু চলবে।" তবে শুধু ইংল্যান্ড তারকারাই নন। আইপিএল ছেড়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন মুস্তাফিজুর রহমান।
[আরও পড়ুন: নাইট পরিবারে সবচেয়ে বেশি দেখনদারি কার? ফাঁস করলেন রাসেল-নারিনরা]
সেই নিয়ে আইপিএল চেয়ারম্যান বলেন, "আমরা প্লেয়ারদের পাওয়া যাবে কিনা, সে বিষয়ে সব বোর্ডের সঙ্গেই কথা বলি। যদি সত্যিই কোনও ক্রিকেটারের সমস্যা থাকে, তাঁকে আমরা অবশ্যই ছেড়ে দেব। আইপিএলে সব দেশই অংশ নিতে চায়। তাই সেই দেশের বোর্ডরাও চায় এই টুর্নামেন্ট সফল হোক।" এবার প্লে অফে ওঠা দলগুলি পায়নি ফিল সল্ট, জস বাটলার, উইল জ্যাকস, টপলির মতো গুরুত্বপূর্ণ প্লেয়ারদের।