shono
Advertisement

শাহরুখের সংলাপে মাতলেন নাইটরা, কী প্রতিক্রিয়া বলি-বাদশার?

দেখুন সেই ভিডিও। The post শাহরুখের সংলাপে মাতলেন নাইটরা, কী প্রতিক্রিয়া বলি-বাদশার? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:31 PM May 17, 2018Updated: 05:46 PM May 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল: পরপর দুটি ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফের দোরগোড়ায় কলকাতা নাইট রাইডার্স। নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে পারলেই নিশ্চিত প্লে অফের টিকিট। শেষ ম্যাচের আগে বেশ কয়েকদিন বিশ্রামও পেয়েছেন কেকেআর ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে নাইট শিবির। খেলা ছেড়ে এবার অভিনয়ে হাত পাকালেন কেকেআর তারকারা। তাও আবার খোদ বলিউড বাদশার ভূমিকায়।

Advertisement

[আইপিএল ম্যাচে মেলেনি ভিআইপি পরিষেবা, স্টেডিয়ামে যাওয়ার রাস্তা বন্ধ করলেন মন্ত্রী]

শুধু এদেশি নয় বিদেশী ক্রিকেটাররাও আওড়ালেন কেকেআর মালিকের একের পর এক জনপ্রিয় সংলাপ।  আর সেই ভিডিও নিজস্ব টুইটার হ্যান্ডেলে প্রকাশ করল শাহরুখের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। কেউ ‘রইস’, কেউ ‘চেন্নাই এক্সপ্রেস’, কেউ ‘দিলওয়ালে’- কিং খানের একের পর এক জনপ্রিয় ছবির জনপ্রিয় সংলাপ বলতে শোনা গেল ক্রিস লিন, সুনীল নারিন, কুলদীপ যাদব, শিবম মাভি, শুভমন গিল, রবীন উত্থাপা, এমনকী অধিনায়ক দীনেশ কার্তিককেও।কিন্তু ক্রিস লিন, সুনীল নারিনরা কী আদৌ এন্টারটেন করতে পারলেন সমর্থকদের ?  আদৌ পারলেন এসআরকের ধারেকাছে যেতে?  দেখুন সেই ভিডিও।

সপ্তাহখানেক আগেই ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০২ রানে হারতে হয়েছিল কেকেআরকে। অনিশ্চিত হয়ে গিয়েছিলে প্লে অফে খেলার সম্ভাবনা। ঘরের মাঠে হতশ্রী পারফরম্যান্সে বেজায় চটেছিলেন মালিক শাহরুখ খান। তখনও অবশ্য কিং খানকে হতাশ না হয়ে হাসার পরামর্শ দিয়েছিলেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। অনেকে বলছেন, কেকেআর ক্রিকেটারদের অভিনয়ে হাত পাকানো মালিককে কিং খানকে হাসানোরই প্রয়াস। কিন্তু সেই প্রয়াসে সন্তুষ্ট হলেন কি কিং খান নিজে?  নাইট মালিকও মজাদার এই ভিডিওটির জবাব মজা করেই দিয়েছেন। ট্যুইটে এসআরকে লিখেছেন, ‘আমি ক্রিকেটটা তোমাদের উপর দিচ্ছি, তোমরা অভিনয়টা আমার উপর ছেড়ে দাও।’

কেকেআর ক্রিকেটাররা মালিকের পরামর্শ শুনে ক্রিকেটে মন দেন কি না সেটাই এখন দেখার। কারণ দিন দুয়েক বাদেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, বলা যায় ভারচুয়াল কোয়ার্টার ফাইনাল।  তাতে পরাস্ত হলে কিন্তু ফের চটে যেতে পারেন বলি-বাদশা।

 

The post শাহরুখের সংলাপে মাতলেন নাইটরা, কী প্রতিক্রিয়া বলি-বাদশার? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement