shono
Advertisement

আরপিএফ জওয়ানদের বদলিতে বেনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে মেট্রোর নিরাপত্তা

অভিযোগ ভিত্তিহীন, দাবি আরপিএফ কর্তাদের। The post আরপিএফ জওয়ানদের বদলিতে বেনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে মেট্রোর নিরাপত্তা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:55 PM May 02, 2018Updated: 01:23 AM Aug 22, 2018

সুব্রত বিশ্বাস: রাতের মেট্রোয় পরস্পরকে আলিঙ্গন করে নিগৃহীত যুগল। দমদম স্টেশনে নামিয়ে চলল বেধড়র মারধর। প্রতিবাদে উত্তাল শহর কলকাতা। প্রকাশ্যে আলিঙ্গন করা কী আইনত দণ্ডনীয়? প্রশ্ন তুলেছেন শহরবাসীর একটা বড় অংশ। এই ঘটনার সূত্রে আবার প্রশ্নের মুখে মেট্রোর যাত্রী নিরাপত্তা। আরপিএফকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের প্রশ্ন, এতদিন কী তাহলে যথেষ্ট মেট্রো যাত্রীদের নিরাপত্তা নিয়ে সতর্ক ছিলেন না আরপিএফ জওয়ানরা?

Advertisement

[জমা পড়েনি অভিযোগ, যুগল হেনস্তা কাণ্ডে স্বতঃপ্রণোদিত তদন্তে কলকাতা মেট্রো]

ভারতীয় রেলেরই একটি শাখা মেট্রো রেল। স্টেশন-সহ মেট্রোর সম্পত্তি ও সাধারণ যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব আরপিএফের। কিন্তু, মেট্রোতে যুগলের হেনস্থার ঘটনার পর এখন আরপিএফ জওয়ানদের ভুমিকার ক্ষুদ্ধ অনেকেই। চাকরির নিয়ম অনুয়ায়ী, মেট্রোয় কর্তব্যরত আরপিএফ জওয়ানদের অন্যত্র বদলি করে দেওয়া যায়। বাইরে থেকে মেট্রোয় দায়িত্বে আনা যায় আরপিএফ জওয়াদের। কিন্তু, বদলির সেই নীতি তেমনভাবে কার্যকর করা হচ্ছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই মেট্রো বিভিন্ন স্টেশনে পোস্টিং পাচ্ছেন রিজার্ভ পুলিশ ফোর্সের ইনস্পেক্টর ও কনস্টেবলরা। তাই বাড়তি সুযোগ-সুবিধা এবং বাড়ি থেকে ডিউটি থেকে তাঁরা ডিউটি করতে পারছেন ঠিকই। কিন্তু, কর্তব্যে গাফিলতি করছেন বলে অভিযোগ। এমনও শোনা যাচ্ছে, নিরাপত্তার চেয়ে এখন মেট্রোর কাজে নিযুক্ত ঠিকা সংস্থার সঙ্গে সখ্য রাখতে ব্যস্ত আরপিএফ কর্মীরা। অনেকেই আবার মেট্রো কর্তাদের আস্থাভাজনও বটে। ফলে শহরের পাতাল পথে নিরাপত্তা ফাঁক থেকে যাচ্ছে। তাই আরপিএফ জওয়ানদের সঠিক বদলি নীতি কার্যকর করার দাবি ওঠেছে। যদিও বদলি সংক্রান্ত বেনিয়মের অভিযোগ মানতে নারাজ আরপিএফ কর্তৃপক্ষ। তাঁদের দাবি, নিয়ম মেনেই বদল করা হয়। আর যাঁরা দীর্ঘদিন মেট্রোতে কাজ করছেন, তাঁদের বিরুদ্ধেও কোনও অভিযোগ ওঠেনি। তাই ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন হয়নি।

[আলিঙ্গনে ‘শাপমুক্তি’, প্রেম-প্রতিবাদ মিলেমিশেই কলকাতা আবার ‘ভালবাসার শহর’]

The post আরপিএফ জওয়ানদের বদলিতে বেনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে মেট্রোর নিরাপত্তা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement