সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে জায়গা পেয়েছেন অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)। অনেকেই মনে করছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পিছনের রাস্তায় হাঁটল। অনেকেই মনে করছেন আইপিএলে (IPL) দুরন্ত ফর্মের জন্য রাহানেকে দলে নেওয়া হয়নি। ইংল্যান্ডের আবহাওয়ায় অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে রাহানের ফর্ম কাজে লাগবে বলে মনে করেন ক্রিকেটবিশেষজ্ঞরা। রাহানে কী কারণে দলে ডাক পেয়েছেন, সেই ব্যাপারে বিশেষ কিছু জানা যায় না। কারণ সিলেকশন কমিটির কোনও সদস্যই রাহানের ব্যাপারে কোনও মন্তব্য করেননি।
কিন্তু যেটা বহুল প্রচারিত ধারণা, তা হল, পিঠের চোটের জন্য শ্রেয়স আইয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ায় ভারতীয় দলে রাহানের জন্য দরজা খুলে যায়। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও (Irfan Pathan) এই ধারণার পক্ষে।
[আরও পড়ুন: সতীর্থর উপরে চিৎকার করছেন ধোনি, ভিডিও ভাইরাল]
বাঁ হাতি অলরাউন্ডার পাঠান বলছেন, ”শ্রেয়স আইয়ার যদি ফিট থাকত, তাহলে তাহলে রাহানে হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডাক পেত না।” পাঠান মনে করেন সিএসকে-র হয়ে রাহানে যেরকম দুরন্ত ছন্দে রয়েছেন, তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামবেন রাহানে। পাঠান বলছেন, ”বর্তমান ফর্মের বিচারে রাহানে বেশ ভাল ছন্দে রয়েছে। যে ফরম্যাটে এখন খেলছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সেই ফরম্যাট নয়। কিন্তু বিদেশের মাটিতে রাহানের পারফরম্যান্স সবসময়তেই ভাল। এটাই ওর পক্ষে যাচ্ছে।”