shono
Advertisement

বাস্তব থেকে অনুপ্রাণিত ছবি কাল্পনিক হতে পারে? শহরে এসে প্রশ্ন ইরফানের

দেখুন ভিডিও - The post বাস্তব থেকে অনুপ্রাণিত ছবি কাল্পনিক হতে পারে? শহরে এসে প্রশ্ন ইরফানের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:26 PM May 11, 2017Updated: 11:56 AM May 11, 2017

সুপর্ণা মজুমদার: যা ঘটে তাই রটে৷ আর যা রটে তাই ঠাঁই পায় সিনেমার পর্দায়৷ কখনও বেশি, কখনও কম৷ কিন্তু বাস্তব থেকে অনুপ্রাণিত হয়েই তো রচিত হয় রুপোলি পর্দার চালচিত্র৷ এমনটা অবশ্য পহেলাজ নিহলানির নেতৃত্বাধীন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) মনে করে না৷ তাই ‘হিন্দি মিডিয়ামে’র মতো বাস্তব বিষয় নিয়ে তৈরি ছবিকেও পড়তে হয় সিবিএফসির কোপে৷ হুকুম আসে, ছবি শুরুর আগে পর্দায় লিখে দিতে হবে যে কাহিনিটি কাল্পনিক৷ কিন্তু বাস্তব থেকে অনুপ্রাণিত হয়ে যে ছবি তৈরি হয়েছে তা কেমন করে কাল্পনিক হতে পারে? শহরে অভিজাত হোটেল নোভোটেল-এ হিন্দি মিডিয়ামের প্রচারে এসে এই প্রশ্নই তুললেন নায়ক ইরফান খান৷

Advertisement

কাজই তাঁর পরিচয়৷ বিতর্কের ধার-কাছ দিয়েও যান না ইরফান৷ কিন্তু সিবিএফসির এই অদ্ভূত আবদারে মুখ খুলতে বাধ্য হলেন তিনিও৷ বিষয়টি বিতর্কিত মানলেন অভিনেতা৷

[জাতীয় প্রযুক্তি দিবসে পোখরানে পারমাণবিক পরীক্ষার সাফল্য উদযাপন মোদির]

ইংরাজি ভাষা ও দেশের শিক্ষা ব্যবস্থা, এই দুইয়ের মাঝে ফেঁসে রাজ ও মিতা৷ তাও সন্তানকে উপযুক্ত শিক্ষার পরিবেশ দিতে কী ই না করতে হয় দিল্লির দম্পতিকে৷ বাঙালির কাছে এ কাহিনি এখন চেনা৷ কারণ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রামধনু’৷ পরিচালক সাকেত চৌধুরীর সে কথা জানা আছে কি না, এই প্রশ্নের উত্তর জানা নেই৷ তবে সন্তানদের ভাল স্কুলে ভর্তি করা যে কতটা কঠিন কাজ৷ এ কথা হয়তো অনেকেই মানবেন৷ আর এই বাস্তব যখন পর্দায় উঠে আসে, তখন তা কেমন করে কেবলমাত্র কাল্পনিক হয়? পরোক্ষে এই প্রশ্নই যেন অভিনেতা করে গেলেন শহর কলকাতায় এসে৷

শহর কলকাতা তাঁর কাছে অচেনা নয়৷ কিছুটা চেনেন স্ত্রী সুতপার সৌজন্যে৷ কিছুটা পিকুর শুটিংয়ের সময় থেকে৷ তবে নোভোটেলে একটু অচেনা সাজে দেখা গেল অভিনেতাকে৷ তাঁর এই লুকও অবশ্য বেশ নজর কেড়েছে সকলের৷

ছবি – শুভেন্দু চৌধুরী ও প্রতিবেদন

[গর্ভনিরোধক যন্ত্র হাতে জন্মাল শিশু!]

The post বাস্তব থেকে অনুপ্রাণিত ছবি কাল্পনিক হতে পারে? শহরে এসে প্রশ্ন ইরফানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement