সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট চাই, নোট নাই৷ আবার নিয়মের পরিবর্তনেরও যেন শেষ নাই৷ প্রধানমন্ত্রী মোদির নোট বাতিলের পর থেকেই তোলপাড় দেশ৷ অষ্টম দিনেও ব্যাঙ্ক, এটিএম-এর সামনে লাইন ছোট হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ তাও দেশের কথা ভেবে মানুষ এই কষ্টও হাসিমুখে মেনে নিয়েছেন৷ কিন্তু সরকারের নিত্যনতুন নিয়মের রোজনামচায় আরও নাজেহাল আম জনতা৷
এই পরিবর্তনের কিছু নমুনা এই রূপ৷
পুরনো নিয়ম – একদিনে মাথাপিছু ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন মানুষ৷ আর সপ্তাহে টাকা তোলার সর্বোচ্চ সীমা ২০,০০০ টাকা৷
নতুন নিয়ম –
- সপ্তাহে ২৪,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে৷
- কৃষকরা প্রতি সপ্তাহে মাথাপিছু ২৫,০০০ টাকা তুলতে পারবেন ব্যাঙ্ক থেকে৷
- রেজিস্টার করা ব্যবসায়ীরা তুলতে পারবেন ৫০,০০০ টাকা পর্যন্ত৷
- এবং বিয়ের জন্য তোলা যাবে এককালীন ২.৫ লক্ষ টাকা৷
পুরনো নিয়ম – একজন ব্যক্তি সর্বোচ্চ ৪,৫০০ টাকা পর্যন্ত নোট বদল করতে পারবেন৷
নতুন নিয়ম – এখন মাথাপিছু নোট বদলের সর্বোচ্চ সীমা ২০০০ টাকা৷
পুরনো নিয়ম – নোট বদলের ক্ষেত্রে শুধুমাত্র সরকার স্বীকৃত পরিচয় পত্র লাগবে৷
নতুন নিয়ম – প্রতিবার নোট বদলের পর ডান হাতে কালির চিহ্ন দেওয়া হবে৷
পুরনো নিয়ম – প্রথমে বলা হয়েছিল ১৪ নভেম্বর পর্যন্ত নোট বদল করা যাবে৷
নতুন নিয়ম – পরে জানানো হয়, ৩০ ডিসেম্বর পর্যন্ত নোট অদল-বদল করা যাবে৷
পুরনো নিয়ম – পুরনো নোট সরকারি দোকান, হাসপাতাল, রেল ও মেট্রোর কাউন্টারে ১৪ নভেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে৷
নতুন নিয়ম – সরকারি দোকান, হাসপাতাল, রেল ও মেট্রোর কাউন্টারে ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোট নেওয়া হবে৷
যতদিন দিন যাচ্ছে, পরিবর্তনের এই তালিকা ততই লম্বা হচ্ছে৷ আসল-নকলের ফাঁদে পড়ে এমনিতেই সাধারণ মানুষের জীবন জেরবার৷ এর উপরে গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে এই নিয়মের গ্যাঁড়াকল৷ সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ কতদিন ঢিকবে? সেই উত্তর মানুষই দিতে পারবে৷
The post সরকারের নিত্যনতুন নিয়মের গেরোয় আরও নাজেহাল আম জনতা appeared first on Sangbad Pratidin.