সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) পরিচালনায় নটী বিনোদিনী হচ্ছেন কঙ্গনা রানাউত। এমনই খবর শোনা গিয়েছে। সূত্রের খবর মানলে, এক রেস্তরাঁ ব্যবসায়ীর প্রযোজনায় হিন্দি ভাষায় এই বায়োপিক তৈরি করছেন প্রসেনজিৎ। নিজের পরিচালনায় আপাতত তাঁর অভিনয় করার ইচ্ছে নেই।
১৮৬২ সালে পতিতা পল্লিতে জন্ম বিনোদিনী দাসীর। মাত্র ১২ বছর বয়সে বাংলা থিয়েটারের জগতে পা দেন তিনি। সেই সময় রঙ্গমঞ্চে মেয়েদের কাজ করবার চল ছিল না। মাত্র ১১ বছরের কেরিয়ারে বাংলা থিয়েটারের আত্মার উত্তরণ ঘটিয়েছিলেন নটী বিনোদিনী। দাপিয়ে অভিনয় করার পর মঞ্চকে মাত্র ২৪ বছর বয়সে বিদায় জানান বিনোদিনী। এমন চরিত্রকে বড়পর্দায় তুলে ধরার স্বপ্ন ছিল পরিচালক প্রদীপ সরকারের। তাঁর পরিচালনাতেই কঙ্গনার বিনোদিনী হওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরের মার্চ মাসে প্রয়াত হন বাঙালি পরিচালক। তাতেই ছবির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে।
[আরও পড়ুন: হাসপাতালে জিনাত আমান, করাতে হল অস্ত্রোপচার, কী হয়েছে অভিনেত্রীর?]
এদিকে বহু দিন ধরেই কঙ্গনার কেরিয়ারে হিটের দেখা নেই। ‘ধাকড়’, ‘তেজস’ সবই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এমন অবস্থায় ‘এমার্জেন্সি’র উপর ভরসা রাখছেন অভিনেত্রী। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। অন্যদিকে, মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায় ফেরা মাত্রই সাফল্য পেয়েছেন প্রসেনজিৎ। ‘জুবিলি’ সিরিজের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন। বাংলায় আবার প্রবীর রায়চৌধুরী হয়ে ফিরেছেন ‘দশম অবতার’ সিনেমায়।
এই পরিস্থিতিতে প্রদীপ সরকারের অসম্পূর্ণ কাজের দায়িত্বই কি প্রসেনজিৎ নিজের কাঁধে নিয়ে নিয়েছেন? নাকি তিনি সম্পূর্ণ আলাদাভাবে বায়োপিকের কাজে হাত দিতে চলেছেন? আদৌ কি বাংলার সুপারস্টারের পরিচালনায় কঙ্গনা বিনোদিনী হচ্ছেন? প্রশ্ন একাধিক। উত্তর হয়তো অদূর ভবিষ্যতেই পাওয়া যাবে। উল্লেখ্য, বাংলায় নটী বিনোদিনীর বায়োপিক তৈরি করছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তাঁর পরিচালনায় বিনোদিনী হয়েছেন রুক্মিণী মৈত্র।