shono
Advertisement

সোহিনীর সঙ্গে বিবাদের জেরে ওয়েব সিরিজ থেকে বাদ তৃণা! জল্পনা তুঙ্গে

তৃণার বদলে কাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হল?
Posted: 03:59 PM Aug 01, 2023Updated: 04:01 PM Aug 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে নায়িকা সংবাদ। সংবাদ সংঘাতের। সোহিনী সরকারের সঙ্গে বিবাদের জেরে নাকি ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজের শুটিং ছেড়ে বেরিয়ে এসেছেন তৃণা সাহা (Trina Saha)। এমন খবর শোনা গিয়েছিল। এবার রটনা, ঘটনার জেরে নাকি সিরিজ থেকেই অভিনেত্রীকে বাদ দেওয়া হয়েছে। আর তাঁর বদলে অন্য নায়িকাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

মেকআপ আর্টিস্ট আর ভ্যান নিয়ে নাকি সোহিনী-তৃণার মনোমালিন্যের সূত্রপাত। শোনা যাচ্ছে, তৃণা নাকি দাবি করেছিলেন তাঁরও সোহিনীর মতো আলাদা ব্যবস্থা চাই। উল্লেখ্য, সোহিনীর সরকারের ব্যক্তিগত যে মেকআপ ও হেয়ার স্টাইলিং টিম তাঁরা বছরখানেক ধরেই সবখানে অভিনেত্রীর সঙ্গে থাকেন। ‘মাতঙ্গী’র সেটেও হাজির ছিলেন তাঁরা। সেটা দেখেই প্রযোজনা সংস্থার কাছে আলাদা মেকআপ টিমের বায়না ধরেন টেলিপর্দার জনপ্রিয় ‘বালিঝড়’ অভিনেত্রী।

[আরও পড়ুন: বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে ঋতুপর্ণা, কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? জানালেন অভিনেত্রী]

এরপর আর্টিস্ট গ্রুপে নাকি ‘সত্যবতী’ কারও নাম না করেই লেখেন, ২০১৮ সাল থেকে নিজের যোগ্যতায় আলাদা স্টাইলিং টিম পেয়ে আসছেন তিনি। তাই অপেক্ষা করলে সময়মতো সকলের জন্যই বন্দোবস্ত হয়। আর সেই কথা চাউর হতেই নাকি অপমানিত বোধ করে শুটিং ছেড়ে বেরিয়ে যান তৃণা সাহা।

এদিকে তৃণার চলে যাওয়ার পর থেকেই শুটিং বন্ধ ছিল। তাতে নাকি বিস্তর ক্ষতি হয়েছে। গুঞ্জন, তার জেরেই ওয়েব সিরিজ থেকে তৃণাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাঁর বদলে অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এক সংবাদমাধ্যমের কাছে নাকি নতুন কাজের অফার পাওয়ার কথা স্বীকার করেছেন রোশনি। কিন্তু এখনও কিছু চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন অভিনেত্রী।

এদিকে শোনা এও যাচ্ছে তৃণা নিজেই ওয়েব সিরিজ অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতেই আবার  ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “হ্যাঁ, অবশ্যই বলো, ঝুঁকি নাও আর নিজের শর্তে বাঁচো।”

[আরও পড়ুন: বাবাকে হারানোর এক সপ্তাহর মধ্যে রহস্যমৃত্যু ছেলের! ২৫ বছরের হলিউড অভিনেতার দেহ উদ্ধার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার