সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মতলা কাণ্ডে ফের জেল হেফাজতে নওশাদ সিদ্দিকি। ব্যাঙ্কশাল আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে আইএসএফ বিধায়ক। নওশাদের দাবি, তাকে বিনা কারণেই আটকে রাখার চেষ্টা চলছে। তবে লড়াই জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন বিধায়ক।
গত ২১ জানুয়ারি ভাঙড়ে অশান্তি হয়। তার জেরে ধর্মতলায় বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে আইএসএফ। তাতেই গ্রেপ্তার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (ISF MLA Nawsad Siddique)। এদিন ওই মামলাতেই ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় তাঁকে। আপাতত জেল হেফাজতেই থাকতে হবে বিধায়ককে। আগামী ২৮ ফেব্রুয়ারি ফের আদালতে পেশ করা হবে তাঁকে।
[আরও পড়ুন: করোনা ভাইরাস কি ঘাপটি মেরে রয়েছে? জানতে রাজ্যে বর্জ্য জলের নমুনা পরীক্ষা]
আদালতে ঢোকার সময় শনিবার ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান আইএসএফ বিধায়ক। তিনি বলেন, “যে লড়াইতে নেমেছে নওশাদ সিদ্দিকি সেই লড়াই কোনওভাবেই থামবে না। একজন বিধায়ককে কীভাবে আটকে রাখা হচ্ছে তা সবাই দেখছে। কিন্তু লড়াই কোনওভাবেই থামবে না। লড়াই চলছে, চলবে। অনেক মামলাই আমার বিরুদ্ধে। কিন্তু সবাই দেখতে পাচ্ছে কী হচ্ছে। পঞ্চায়েতে এর জবাব পবে।” যদিও নওশাদকে জোর করে আটকে রাখার অভিযোগ বারবারই নস্যাৎ করেছে তৃণমূল।