সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয়েছে আইএস সেকেন্ড-ইন-কম্যান্ড আবু মহম্মদ আল-আদনানির৷ আইএস সমর্থিত সংবাদসংস্থা আমাক নিউজ এজেন্সির তরফে বিবৃতি জারি করে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে৷
মঙ্গলবার আলেপ্পোতে মার্কিন সেনার অভিযান চলাকালীনই আল-আদনানির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ অবশ্য কীভাবে এই শীর্ষ আইএস নেতার মৃত্যু হয়েছে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি সংবাদ সংস্থার পক্ষ থেকে৷
১৯৭৭ সালে সিরিয়াতে জন্ম হয় আবু মহম্মদ আল-আদনানির৷ আইএস জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার আগে আল কায়দার সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে৷ শোনা যায়, পশ্চিমি দেশ ও তাদের বন্ধু দেশগুলির বিরুদ্ধে একক হামলার ডাক প্রথম আল-আদনানিই দিয়েছিলেন৷ আইএস-এর বেশ কয়েকটি হামলার নেপথ্যে রয়েছে এই নাম৷ গত বছরই পেন্টাগন আদনানিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে৷ তাঁর সম্পর্কে তথ্য দিতে পারলে ৫০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করা হয়৷