সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্রোহী জোট সরকারকে পালটা মার দিল সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনারা। বুধবার ভূমধ্যসাগরীয় বন্দর টারতুসের কাছে বর্তমান সরকারের নিরাপত্তারক্ষীদের সঙ্গে আসাদ বাহিনীর তুমুল সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৭ জনের। এর মধ্যে ১৪ জন নয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তারক্ষী বলে জানা গিয়েছে। বাকি তিনজন আসাদের অনুগত সেনা।
আসাদ বাহিনীর সঙ্গে সংঘর্ষের কথা জানানো হয়েছে বিদ্রোহী জোট সরকারের তরফে। এক বিবৃতিতে বলা হয়েছে, আসাদ সরকারের এক আধিকারিক, যিনি দামাস্কাসের কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দি নির্যাতনে অভিযুক্ত, মঙ্গলবার তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছিল। তখনই সংঘর্ষ হয় বন্দর শহর টারতুসের কাছে। গুলির লড়াইয়ে মোট ১৭ জনের নিহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জন নয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তারক্ষী। গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।
২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্টের গদিতে বসেন আসাদ আল বাশার। বাবা হাফেজ আল আসাদের পর উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পান তিনি। যদিও গত ৮ ডিসেম্বর পালবদল ঘটে গিয়েছে। গৃহযুদ্ধে জয় পেয়েছে বিদ্রোহী হায়াত তাহরির আল-শাম এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী। বাধ্য হয়ে দেশে ছেড়েছেন আসাদ। সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। তবে এখনও পশ্চিমে ভূমধ্যসাগরের উপকূলবর্তী এলাকার কিছু অংশ প্রাক্তন সরকারের অনুগত সেনা ও মিলিশিয়া বাহিনীর দখলে রয়েছে বলেই খবর। পালাবদলের আড়াই সপ্তাহ পরে মঙ্গলবার তারাই পালটা আঘাত আনল।