এটিকে- ১ (থাটাল)
বেঙ্গালুরু- ২ (মিকু, পারতালু)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে ফের ব্যর্থ এটিকে। এগিয়ে থেকেও বুধবার যুবভারতীতে গতবারের রানার্স বেঙ্গালুরুর কাছে হারল কলকাতা। ফের মুখ পুড়ল ব্রিটিশ কোচ স্টিভ কপেলের। সেইসঙ্গে প্লে-অফে যাওয়ার রাস্তা আরও কঠিন হল প্রণয়-বলবন্তদের। ম্যাচের ফল ১-২। গোল খেয়ে ম্যাচে ফিরে এসে কঠিন মানসিকতার পরিচয় দিলেন সুনীল-মিকুরা। দুর্দান্ত গোল করে ম্যাচের সেরা হলেন বেঙ্গালুরুর এরিক পারতালু।
আগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িনকে হারিয়ে এদিন এটিকের সামনে ছিল রানার্সরা। আরও ভাল ভাবে বললে সুনীল ছেত্রী ও বেঙ্গালুরু এফসি। শেষ তিন ম্যাচে সাত পয়েন্ট। দুটো জয়। এটিকে সংসারে টেনশনের চোরাস্রোত কেটে সামান্য স্বস্তির হাওয়া ছিল। কিন্তু তাতেও আত্মতুষ্ট হয়ে পড়েননি এটিকের ব্রিটিশ কোচ স্টিভ কপেল। কারণ প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির মতো দল। আইএসএল গ্রহে যারা পরিচিত এমন একটা টিম হিসাবে যারা আক্রমণে খুব ধারালো। দলে সুনীল ছেত্রী, মিকুর মতো বিশ্বমানের ফরোয়ার্ডরা আছেন। যে কারণে কপেল আগেভাগে দলকে সতর্ক করছিলেন। জানিয়ে দেন রক্ষণ আঁটসাঁট করাই আসল লক্ষ্য। এখনও পর্যন্ত আইএসএলের কোনও ম্যাচেই ক্লিনশিট রাখতে পারেনি কপেলের দল। অর্থাৎ সব ম্যাচেই গোল খেয়েছে এটিকে। যে পরিসংখ্যান বুধবারের মহারণে পালটাতে মরিয়া ছিলেন এটিকে কোচ। ম্যাচের শুরুটাও ভালই হয় এটিকের। ১৫ মিনিটের মাথায় ১৮ বছরের তরুণ সিকিমের ফুটবলার কোমল থাটালের গোলে এগিয়ে যায় কলকাতা। কিন্তু প্রথমার্ধে লিড ধরে রাখতে পারেনি তারা। ইনজুরি টাইমে বেঙ্গালুরুর হয়ে গোল শোধ করেন মিকু। যিনি একপ্রকার আইএসএল-এ সব দলেরই ত্রাস হয়ে উঠছেন।
[ঘরের মাঠে সুনীল ছেত্রীদের আটকানোই চ্যালেঞ্জ এটিকের]
দ্বিতীয়ার্ধে ছন্নছাড়া দেখায় এটিকের ডিফেন্সকে। ৪৭ মিনিটের মাথায় অজি ফুটবলার পারতালুর গোলে ব্যবধান বাড়ায় বেঙ্গালুরু। তারপর বহু চেষ্টা করেও গোলশোধ করতে পারেনি এটিকে। ঘরের মাঠে ফের একবার ব্যর্থতাই সঙ্গী হল কলকাতার ফ্রাঞ্চাইজির। মাথা নিচু করেই মাঠ ছাড়লেন এটিকের ফুটবলাররা।
The post ঘরের মাঠে ফের ব্যর্থ এটিকে, এগিয়ে থেকেও বেঙ্গালুরুর কাছে হার appeared first on Sangbad Pratidin.