shono
Advertisement

জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে আজ এটিকে মোহনবাগান কোচের চিন্তা দলের মাঝমাঠ

প্রথম একাদশে ফিরতে পারেন এডু গার্সিয়া–ডেভিড উইলিয়ামস।
Posted: 01:41 PM Dec 07, 2020Updated: 01:46 PM Dec 07, 2020

স্টাফ রিপোর্টার: মাঝে ছিল কেবল তিন দিনের ব্যবধান। আবার আজ নামতে হচ্ছে রয় কৃষ্ণদের। সত্যিই কঠিন পরিস্থিতি। তবু এটিকে মোহনবাগান (Atk Mohunbagan) দল এতটাই ওজনদার যারা সহজে হারতে জানে না। আরও বড় করে বললে বলতে হয়, যে কোনও দলকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত।

Advertisement

ডিফেন্স থেকে ফরোয়ার্ড লাইন, কোচ হাবাস দুশ্চিন্তামুক্ত ঠিকই। শুধুমাত্র তাঁকে ভাবাচ্ছে মাঝমাঠ। নাহলে হাবাস বলবেন কেন, “ফরোয়ার্ডরা যেমন রক্ষণকে সাহায্য করতে এগিয়ে আসছে, আবার ডিফেন্স যাচ্ছে ফরোয়ার্ডদের গোল করার রাস্তা তৈরি করতে। অর্থাৎ এই দু’টো জায়গা নিয়ে আমার কোনও চিন্তা নেই। সামান্য হলেও ভাবাচ্ছে মাঝমাঠ। ওরা যদি সেতুবন্ধনের কাজটা ঠিকঠাক করতে পারত তাহলে আমাদের দল আরও ইতিবাচক হয়ে উঠতো। মাঝমাঠে সেই বৈচিত্র‌্য আসছে না।” এডু গার্সিয়া চোটের কারণে গত ম্যাচগুলোতে খেলেননি। ডেভিড উইলিয়ামসও তাই। তবে আজ এঁরা ফিরতে পারেন। তেমনই ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ কোচ। তাই বলা যায়, আজ মাঝমাঠ সমস্যা অনেকটা কাটিয়ে উঠতে পারবে সবুজ–মেরুন শিবির।

[আরও পড়ুন: ১০ দিনে তিনবার ডার্বি হেরে বিধ্বস্ত ইস্টবেঙ্গল, টি-২০ লিগে বড় ব্যবধানে জয়ী মোহনবাগান]

জামশেদপুর (Jamshedpur FC) কি আজ পারবে এটিকে মোহনবাগানের বিজয়রথকে থামিয়ে দিতে? কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। প্রথম ম্যাচে তারা চেন্নাইয়িনের কাছে হারলেও পরের দু’টি ম্যাচে ড্র করেছে। অর্থাৎ গোল করার বেশ কয়েকজন দলে রয়েছেন। ভালসকিস গতবার ISL–এর যুগ্ম সর্বোচ্চ গোলদাতা। এছাড়া রয়েছেন জ্যাকিচাঁদ সিং, ডেভিড গ্রেডরা। তাই জয়ের সন্ধানে আজ মরিয়া হয়ে উঠবে জামশেদপুর। ইস্পাত নগরী দলের কোচ ওয়েন কয়েল বললেন, “মানছি, এটিকে মোহনবাগান অনেক ওজনদার দল। তবে আমাদের ডিফেন্সকে খাটো করে দেখবেন না। রয় কৃষ্ণকে আটকে দেওয়ার ক্ষমতা ওরা রাখে।”

হাবাস অবশ্য নিজের খেয়ালে ব্যস্ত। তাঁর সাফ কথা, প্রতিটি ম্যাচে দলের খেলায় উন্নতি হচ্ছে। পরপর তিনটে ম্যাচে জেতার রহস্য খুঁজতে গিয়ে স্প্যানিশ কোচের মনে হয়েছে, কৌশলে বাজিমাত করে প্রতিটি দলকে সমস্যায় ফেলে দিচ্ছেন। রয় কৃষ্ণকে তিনটে ম্যাচে গোল করে জেতাতে হয়েছে। তাঁর উপর যে বাড়তি চাপ পড়ছে তাও মানছেন হাবাস। যিনি বললেন, “রয় খুব ভাল মনোভাবের ছেলে। ও সব সময় লড়াই করে। তাই বাড়তি চাপ ওকে সমস্যায় ফেলবে বলে আমি মনে করি না।” জামশেদপুর নিয়ে হাবাস আবার বললেন, “আইএসএলে প্রতিটা দলকে গুরুত্ব দিতেই হবে। একটাও ম্যাচ ওরা জেতেনি। তাই ওরা মরিয়া মনোভাব নিয়ে আজ নামবে আমাদের বিরুদ্ধে।”

[আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিরাটদের টি–২০ সিরিজ জয়, ম্যাচ প্রসঙ্গে কী বললেন রোহিত শর্মা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement