এটিকে মোহনবাগান– ২ (রয় কৃষ্ণ, সন্দেশ)
নর্থইস্ট ইউনাইটেড– ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম রবিবারটা বেশ ভালই গেল কলকাতার দুই প্রধানের। আইএসএলে এসসি ইস্টবেঙ্গল প্রথম জয় পেল। এটিকে মোহনবাগান ২–০ গোলে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ তালিকায় শীর্ষে উঠে এল। হাবাসের দলের হয়ে গোল করেন রয় কৃষ্ণ এবং সন্দেশ ঝিঙ্ঘান।
টুর্নামেন্টের শুরু থেকেই অ্যান্তোনিও লোপেজ হাবাসের দলের খেলায় একটা জিনিস দেখা যাচ্ছে। প্রথমার্ধে বিপক্ষকে কোনওরকম সুযোগ দিচ্ছেন না তিরি-প্রীতমরা। দ্বিতীয়ার্ধে রং ছড়াচ্ছে এটিকে মোহনবাগান। সেই কারণে প্রতি ম্যাচে শুরুতে রক্ষণাত্মক ফুটবল খেলেছেন রয় কৃষ্ণরা। এর ফলে টুর্নামেন্টে বাগানের বেশিরভাগ গোল এসেছে দ্বিতীয়ার্ধে। রবিবারও তার ব্যতিক্রম হল না। এদিন প্রথমার্ধে দু’দলই রক্ষণাত্মক ফুটবল খেলে। এটিকে মোহনবাগানের তুলনায় বেশি সুযোগ পেয়েছিল নর্থইস্ট। কিন্তু কোনও দলই শেষপর্যন্ত গোলের মুখ খুলতে পারেননি। বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য।
[আরও পড়ুন: হিন্দু হয়ে গোমাংস খেয়েছেন রোহিতরা? রেস্তরাঁয় খেতে যাওয়া নিয়ে এবার নয়া বিতর্ক]
দ্বিতীয়ার্ধে বদলে গেল সবুজ–মেরুন। আক্রমণের ঝাঁঝ বাড়ায় এটিকে মোহনবাগান। আর তাতেই কাঙ্খিত গোলটি পায় হাবাসের দল। দলের হয়ে প্রথম গোল করেন রয় কৃষ্ণ। প্রথমার্ধে চোট পাওয়ায় বিরতির পর মাঠে নামা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। তবে ফিজির তারকা শুধু মাঠে নামলেনই না, ৫১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুরন্ত হেডে গোলটিও করেন। এর ঠিক ছ’মিনিট পরেই দ্বিতীয় গোলটি করেন সন্দেশ ঝিঙ্ঘান। নর্থইস্ট খেলায় ফেরার চেষ্টা করলেও বাগানের জমাটি রক্ষণ ভাঙতে পারেনি।
ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে উঠলেও এদিনের ম্যাচে একাধিক সবুজ–মেরুন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। যা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।