নর্থইস্ট ইউনাইটেড: ১ (জর্ডন)
মোহনবাগান: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট আঘাতের সমস্যায় ভুগছে দল। প্রথম একাদশের বেশ কয়েকজন ফুটবলার বাইরে। খেলতে হচ্ছে মাত্র ৩ জন বিদেশি নিয়ে। কিন্তু এসব সত্ত্বেও নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে যে মোহনবাগান হেরে যেতে পারে, সেটা ছিল অকল্কনীয়। কিন্তু শবিবারের গুয়াহাটিতে সেই অকল্পনীয় কাণ্ডটিই ঘটে গিয়েছে। পুরোপুরি অপ্রত্যাশিতভাবে নর্থইস্টের (North East United) কাছে ১-০ গোলে হারের মুখ দেখতে হয়েছে সবুজ-মেরুন শিবিরকে।
এই ম্যাচে নামার আগে চলতি আইএসএল মরশুমের সবকটা ম্যাচ হেরেছিল নর্থইস্ট ইউনাইটেড। বিদেশি ফুটবলার আর কোচ বদলেও সাফল্যের সরণিতে ফিরতে পারেনি তারা। এমনকী, তারা সম্প্রতি চেন্নাইয়িন এফসির (Chennaiyn FC) কাছে হজম করেছে ৭ গোল। স্বাভাবিকভাবেই এ হেন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লিগ টেবিলের তিন নম্বরে থাকা মোহনবাগান অনায়াসে জয় পাবে বলে ধরে নেওয়া যায়। খেলাটা যেভাবে শুরু হয়েছিল তাতে মনেও হচ্ছিল উত্তরপূর্বের দলটি সবুজ-মেরুনের কাছে পাত্তা পাবে না। কিন্তু হল ঠিক তার উলটোটা।
[আরও পড়ুন: মিনি নিলামে দলের ফাঁক-ফোকর ভরাল কেকেআর, বাদশার টিমে খেলাই তাতাচ্ছে জগদীশনকে]
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক আক্রমণ শানিয়ে গেল মোহনবাগান। অথচ গোল করে গেল নর্থইস্ট। খেলার প্রথমার্ধে পেত্রাতোস, লিস্টনরা নর্থইস্টের ফাইনাল থার্ডে বারবার ঢুকে পড়ছিলেন। সুযোগ যে একেবারে আসেনি তা নয়। কিন্তু মোহনবাগান ফুটবলাররা সেগুলি কাজে লাগাতে পারেননি। নাহয়, নর্থইস্ট গোলরক্ষক বাঁচিয়ে দিয়েছেন। ফলে গোটা প্রথমার্ধ কেটে গেলেও গোল আসেনি। দ্বিতীয়ার্ধেও খেলাটা চলছিল একই ছন্দে। মোহনবাগান (Mohun Bagan) আক্রমণ করে চলেছে। কিন্তু গোল আসছে না। উলটে ম্যাচের ৬৯ মিনিটে খেলার গতির বিপরীতে গিয়ে অনবদ্য গোল করে নর্থইস্টকে এগিয়ে দিলেন জর্ডন। এরপরও একাধিকবার আক্রমণ শানায় মোহনবাগান। কিন্তু গোলমুখ তারা খুলতে পারেনি। গোটা ম্যাচে অন্তত গোটা ১৫ শট সবুজ-মেরুন নিয়েছে। কিন্তু তাও গোলমুখ খোলা যায়নি। আসলে চোটের জন্য বুমোসদের মতো বড় তারকাদের না পাওয়াটা ভোগাল সবুজ-মেরুনকে।
[আরও পড়ুন: ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টে বিপর্যস্ত চিন, একদিনে আক্রান্ত ৩ কোটি ৭০ লক্ষ]
এই হারের পরও মোহনবাগান পয়েন্ট টেবিলে ৩ নম্বরে থাকবে। তবে, শীর্ষে থাকা মুম্বইয়ের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর যে সুযোগ সেটা তাঁরা হাতছাড়া করল। এই পরাজয় লিগ টেবিলের শীর্ষে থাকার লড়াইয়ে অনেকটা পিছিয়ে দিল সবুজ-মেরুনকে।