shono
Advertisement

ISL 2023-24: হোম ম্যাচে সমর্থকদের কথা মাথায় রেখে কোন বিশেষ উদ্যোগ নিল মোহনবাগান?

মোহনবাগানের বিশেষ উদ্যোগ।
Posted: 09:04 PM Sep 22, 2023Updated: 09:08 PM Sep 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএল-এর (ISL 2023-24) সূচি ঘোষণার পর থেকেই চিন্তায় ছিলেন অগণিত মোহনবাগান (Mohun Bagan) সমর্থক। কারণ হোম ম্যাচগুলো যে এবার রাত ৮টায় শুরু হবে। খেলা শেষ হতে প্রায় রাত ১০টা বেজে যাওয়ার কথা। ফলে যেসব সমর্থকদের দূরে বাড়ি তাদের ফিরে যাওয়া বেশ সমস্যার। সমর্থকদের এই দাবির পক্ষে আইএসএল-এর পক্ষ থেকে যদি কোনও মন্তব্য করা হয়নি। তবে সমর্থকদের সমস্য়া মেটাতে এবার এগিয়ে এল মোহনবাগান। রাত পোহালেই পাঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন। এর আগে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী ও মেট্রো রেলকে চিঠি লিখল সবুজ মেরুন ক্লাব।

Advertisement

মোট চারটি রুটে বাস চালানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে উল্টোডাঙ্গা সল্টলেক থেকে চারটি বাস। সল্টলেক থেকে সায়েন্স সিটি পর্যন্ত দুটি বাস। স্টেডিয়াম থেকে শিয়ালদহ পর্যন্ত দুটি বাস। এবং স্টেডিয়াম থেকে ধর্মতলা দুটি বাস।

[আরও পড়ুন: শনিবার শুরু মোহনবাগানের আইএসএল অভিযান, পাঞ্জাব এফসিকে হালকা ভাবে নিচ্ছেন না ফেরান্দো]

বাসের পাশাপাশি মেট্রোর রেলের জন্যও আবেদন করা হয়েছে। সবুজ-মেরুনের দাবি, ম্যাচের পর অন্তত তিনটে মেট্রো চালানো যায়। ফলে সমর্থকরা শিয়ালদহ স্টেশনে যেতে পারবেন।

রাতের দিকে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে রাত হলে বাস পাওয়া সমস্যার হয়। যাদের গাড়ি থাকে বা যারা গাড়ি ভাড়া করে আসেন তাদের সমস্য়া হয় না। যারা পাবলিক ট্রান্সপোর্টে ভরসা করেন তাদের সমস্যাটা বেশি। আর তাই মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা স্নেহাশিষ চক্রবর্তীকে চিঠি লিখেছেন ম্যাচের দিনগুলো অতিরিক্ত বাস চালানোর জন্য়।

২৫ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার ঘরের মাঠে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। এবার লাল-হলুদের তরফ থেকে রাজ্য সরকার ও মেট্রো রেলকে এমন দাবি করা হয় কিনা সেটাই দেখার। কারণ সবুজ-মেরুনের মতো লাল-হলুদের সমর্থকরাও প্রিয় দলের জন্য গলা ফাটাতে যুবভারতীর গ্যালারি ভরিয়ে তোলেন।

[আরও পড়ুন: ফুড ডেলিভারি এক্সিকিউটিভ থেকে ডাচদের নেট বোলার! কে এই লোকেশ কুমার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement