স্টাফ রিপোর্টার : ঘুরে-ফিরে একটা প্রশ্নই যেন উড়ে আসছিল মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভের জন্য। প্রথমবার আইএসএলে নামার আগে কতটা তৈরি সাদা-কালো শিবির? আর প্রতিবার জয়ের অদম্য ইচ্ছের কথাই শোনালেন গত মরশুমের আই লিগ জয়ী কোচ।
আসলে আই লিগ জয়ের সুবাদে প্রথমবার আইএসএলে খেলার সুযোগ পাওয়া মহামেডানের দলগঠন নিয়েই প্রশ্ন উঠেছিল। ইনভেস্টর সংক্রান্ত সেই সমস্যা মিটিয়ে ফেলেছেন কর্তারা। তাতেই ফের রঙিন হয়েছে সাদা-কালো শিবির। সঙ্গে আইএসএলে দেশের সেরা ফুটবলারদের মুখোমুখি হওয়া নিয়ে আত্মবিশ্বাসী চেরনিশভ। নিউটাউনের হোটেলে আইএসএলের মিডিয়া ডে-তে বলছিলেন, “আই লিগ হোক বা আইএসএল, সব ম্যাচেই লড়াইটা ১১ বনাম ১১। তবে এটা ঠিক যে আইএসএলে প্রতিদ্বন্দ্বিতা বেশি। জাতীয় দলের ফুটবলারদের বিরুদ্ধে খেলতে হবে। বিদেশিরাও ভালো। তবে আমরা বন্ধুদের সঙ্গে খেলার সময়ও জয় ছাড়া কিছু ভাবি না। এখানেও ব্যতিক্রম হবে না। কারণ সমর্থকরা আমাদের জয় দেখার জন্যই মাঠে যায়। এটা ঠিক যে সবদিন ভালো খেলা যায় না, সব ম্যাচে জয় আসে না। তবে সমর্থকরা সবসময় আমাদের পাশে থাকে। তাই ওদের খুশি করার দায়ও আমাদের।”
[আরও পড়ুন: ‘এখন সবাই ইস্টবেঙ্গলে খেলতে চায়, এটাই পরিবর্তন’, আইএসএলের আগে প্রত্যয়ী কুয়াদ্রাত]
প্রথম ম্যাচে মহামেডানের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। তাদের কোচ জুয়ান পেদ্রো বেনালি আবার কলকাতায় ফের সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী। চেরনিশভ এখনও নর্থ-ইস্ট নিয়ে না ভাবার কথা বললেও বেনালির বক্তব্য অন্য। “আমরা গতবার লিগে আশানুরূপ পারফর্ম করতে পারিনি। কিছু ভুল হয়েছিল। এবার তা শুধরে নিতে হবে। সঙ্গে একটা একটা করে ম্যাচ ঘরে এগিয়ে যেতে চাই আমরা। এখন যেমন মহামেডানের কথা মাথায় রেখে অনুশীলন করছে দল,” বলছিলেন বেনালি। আইএসএলের ১৩ দলে একমাত্র ভারতীয় হেড কোচ খালিদ জামিলও বলছিলেন ভুল শোধরানোর কথা। তাঁর বক্তব্য, “আমরা গতবার ছোট-বড় মিলিয়ে বহু ভুল করেছি। তাই নকআউট রাউন্ডে যেতে পারিনি। এবার সেটা শুধরে নিতে চাই। তবে আমরা চাপে নেই। আর একমাত্র ভারতীয় হেড কোচ হিসাবে আমার বাড়তি কোনও অনুভূতি নেই।”
[আরও পড়ুন: আরও উন্নতির প্রয়োজন, আইএসএলের আগে মোহনবাগান টিমকে বার্তা কোচ মোলিনার]
গতবার অন্যতম তারকাখচিত দল হয়েও কোনও ট্রফি পায়নি ওড়িশা এফসি। তাই এবার ক্লাবের মহিলা দলের সাফল্য থেকে অনুপ্রেরণা খুঁজছেন কোচ সের্জিও লোবেরা। বলে গেলেন, “আমাদের মেয়েরা এশিয়ান পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরাও তেমন কিছু করতে চাই।” পাঞ্জাব এফসি-র কোচ পানাগিওটিস ডিলামপেরিস, ফুটবলার লুকা মায়সেনরা আবার জোর দিলেন লিগের শুরুটা ভালো করার উপর।