সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ কি পুরনো ঘরে আগুন লাগাবেন স্টিভ কাপেল? নাকি টিম কাহিলকে ধরতে হিমশিম খাবেন জন জনসন? গোলের গন্ধ পেয়ে যাওয়া বলবন্ত সিং কি পারবেন ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে? তাহলে কি আজ আক্রমণ বনাম রক্ষণের লড়াই হবে? এমন নানা প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে জামশেদপুর বনাম এটিকে ম্যাচকে ঘিরে। তবে যে প্রশ্নই উঠে আসুক না কেন, বাস্তবটা হল দুটি দলই আজ জেতার জন্য ঝাঁপাবে।
[ডেনমার্ক ওপেনের ফাইনালে সাইনা, শেষ চার থেকে বিদায় শ্রীকান্তের]
জামশেদপুর একটা ম্যাচ কম খেলেছে। তবু তাদের সংগৃহীত পয়েন্ট চার। অর্থাৎ একটা ম্যাচ জিতেছে অপরটি করেছে ড্র। সেখানে এটিকে তিনটে ম্যাচ খেললেও জিতেছে মাত্র একটা। অ্যাওয়ে ম্যাচে তারা হারিয়েছে দিল্লিকে। তাই ধারাবাহিকতা বজায় রাখতে হলে এটিকেকে আজ জিততেই হবে। এটিকে কোচ স্টিভ কপেলের অ্যাডভান্টেজ হল, গত মরশুমে তিনি জামশেদপুরের কোচ ছিলেন। তাই দলটার সম্পর্কে তাঁর সম্যক ধারণা আছে। তিনি জানেন কোন চালে বাজিমাত করা সম্ভব। তাহলে কি ম্যাচ শুরুর আগে মনোবলের দিক দিয়ে এটিকে এগিয়ে থাকবে? কপেল অবশ্য এতসব ভাবতে রাজি নন। তাঁর সাফ কথা, “এখানে এসে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। গতবছর জামশেদপুর খারাপ খেলেনি। যদিও প্লে-অফ খেলতে পারেনি।” পরক্ষণেই কাপেল জানিয়ে দেন, “আমি এখন এটিকে নিয়ে চিন্তিত। গতবছর আমার কাছে অতীত হয়ে গিয়েছে। গত ম্যাচে আমরা জিতেছি। যদি জামশেদপুরকে হারাতে পারি তাহলে মনোবলের দিক দিয়ে অনেকটা এগিয়ে যেতে পারব।” এটিকে-র প্লাস পয়েন্ট হল, বলবন্ত ও নৌসের গোল পেয়েছেন। লাঞ্জা, কালুরা গতম্যাচে বেশ দাপটের সঙ্গে খেলেছেন। প্রথম অ্যাওয়ে ম্যাচে জিতে যাওয়ায় এটিকে শিবির ভাবতে শুরু করেছে, ঘরের মাঠে ব্যর্থতা মুছতে গেলে অ্যাওয়ে ম্যাচগুলো জেতা জরুরি। তাই আজকের ম্যাচকে পাখির চোখ করে ফেলেছে কলকাতার দলটি।
[ফুটবলার রেজিস্ট্রেশনের উপর নিষেধাজ্ঞার মেয়াদ কমতে চলেছে ইস্টবেঙ্গলের]
জামশেদপুরও পিছিয়ে নেই। ফার্নান্দো প্রেসিং ফুটবল পছন্দ করেন। স্প্যানিশ কোচ তাই আক্রমণাত্মক ফুটবলকে আঁকড়ে ধরে এগতে চায়। তাছাড়া দলে রয়েছেন আরকুয়েজ, কিদোঞ্চা, টিম কাহিলের মতো প্রথিতযশারা। যারা মুহূর্তের মধ্যে ম্যাচের রং বদলে দেওয়ার দক্ষ কারিগর। যদি টিম কাহিল খেলেন তাহলে জন জনসনকে সদাসতর্ক থাকতে হবে। কোচ ফার্নান্দো এটিকে সমীহ করে বলেছেন, “এটিকে নিঃসন্দেহে ভাল দল। সবচেয়ে বড় কথা, কোপেলের মতো কোচ রয়েছে। গত ম্যাচে দিল্লিকে হারিয়ে হারানো মনোবল তারা ফিরে পেয়েছে। তাই আমাদের সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। নাহলে এটিকেকে হারানো সহজ হবে না।”
The post আজ জামশেদপুরের বিরুদ্ধে জয়ের ধারাই বজায় রাখতে মরিয়া এটিকে appeared first on Sangbad Pratidin.