shono
Advertisement

বুধবারই ইস্টবেঙ্গলে সই জেজে-নারায়ণ দাসের! চূড়ান্ত হতে পারে নতুন কোচও

ইতিমধ্যেই রবি ফাউলার-সহ চার বিদেশি কোচের তালিকা তৈরি করেছে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। The post বুধবারই ইস্টবেঙ্গলে সই জেজে-নারায়ণ দাসের! চূড়ান্ত হতে পারে নতুন কোচও appeared first on Sangbad Pratidin.
Posted: 11:55 AM Sep 29, 2020Updated: 12:27 PM Sep 29, 2020

দুলাল দে: আইএসএল খেলার জন্য চারজন বিদেশি কোচের তালিকা তৈরি করল ইস্টবেঙ্গল (East Bengal)। এই চারজনের মধ্য থেকে সম্ভবত বুধবার একজনকে বেছে নেবেন শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের কর্তারা। যেদিন শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের চুক্তিপত্রে সই করতে পারেন ভারতীয় তারকা স্ট্রাইকার জেজেও (Jeje)।

Advertisement

এর আগে বলবন্ত থেকে বিকাশ জাইরু সব ফুটবলারেরই সই হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব এফসির চুক্তিপত্রে। ইস্টবেঙ্গল ক্লাবের থেকে যে মুহূর্তে যাবতীয় ক্ষমতা চলে আসবে শ্রী সিমেন্টের (Shree) হাতে তখনই শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে নতুন কোম্পানির চুক্তিপত্রে সই করানো হবে কোচ থেকে ফুটবলারদের। ইতিমধ্যেই সম্ভাব্য কোচেদের সঙ্গে কথা বলে চারজনের একটি তালিকা করা হয়েছে। যেখানে দু’জন ব্রিটিশ কোচের পাশাপাশি রয়েছে একজন স্প্যানিশ কোচ এবং আরেকজন লাতিন আমেরিকার।

[আরও পড়ুন: ‘ইস্টবেঙ্গলের থেকে এবার বেশি কিছু আশা করবেন না’, সমর্থকদের বললেন বাইচুং]

শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ চাইছে এমন কাউকে কোচ করতে যিনি ইংরাজিটা ভাল মত জানেন। নাহলে ফুটবলারদের বোঝানোর জন্য কোচের সঙ্গে আরেকজন দোভাষী আনাতে হবে। সেই সূত্রেই দু’দন
ব্রিটিশ কোচের মধ্য থেকে একজনের হওয়ার সম্ভাবনাই বেশি। এই দু’জন ব্রিটিশ কোচের মধ্যে একজন অবশ্যই রবি ফাউলার (Robbie Fowler)। কিন্তু অপর ব্রিটিশ কোচ কোচিং দক্ষতায় রবি ফাউলারের থেকে অনেকটাই এগিয়ে। টানা ৬ বছর ধরে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবে কোচিং করাচ্ছেন তিনি। শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ ঠিক করেছে, মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের থেকে যাবতীয় ক্ষমতা হস্তান্তর হয়ে গেল, রাতেই অথবা বুধবার চারজন কোচের জুমে ইন্টারভিউ করে নেবেন। তারপরেই চূড়ান্ত কোচের নাম ঘোষণা করবেন।

[আরও পড়ুন: অপেক্ষার অবসান, সরকারিভাবে আইএসএলে যোগ দিল ইস্টবেঙ্গল, ঘোষণা নীতা আম্বানির]

এদিকে, সংবাদ প্রতিদিনে আগেই প্রকাশিত হয়েছিল, ইস্টবেঙ্গলের প্রস্তাবের জন্য অপেক্ষা করবেন জেজে। সেইমতো অন্য কোনও ক্লাবের প্রস্তাবে রাজি না হয়ে ইস্টবেঙ্গলের জন্যই অপেক্ষা করে আছেন জাতীয়
দলের স্ট্রাইকার। শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ এবং জেজে উভয়েই চাইছেন এক বছরের চুক্তিতে সই করতে। চোটের জন্য গত মরশুমে যেহেতু খেলতে পারেননি, এই মরশুমে তাই ইস্টবেঙ্গলে সইয়ের জন্য আর্থিক দিকের
উপর খুব একটা নজর দিচ্ছেন না। বরং জোর দিচ্ছেন প্রথম একাদশে খেলার উপরে। জেজের সঙ্গে সই করবেন নারায়ণ দাসও।

The post বুধবারই ইস্টবেঙ্গলে সই জেজে-নারায়ণ দাসের! চূড়ান্ত হতে পারে নতুন কোচও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement