shono
Advertisement

Breaking News

ISL

কবে শুরু আইএসএল? দিনক্ষণ ঘোষণা করল ফেডারেশন, ডার্বি কবে?

আইএসএলের সরাসরি সম্প্রচার কোথায় হবে?
Published By: Anwesha AdhikaryPosted: 08:48 PM Aug 10, 2024Updated: 09:39 PM Aug 10, 2024

শিলাজিৎ সরকার: আইএসএলের দামামা বেজে গেল। গত মরশুম শেষ হওয়ার মাত্র ১৩২ দিনের মাথায় ফের শুরু হবে ভারতের সেরা ফুটবল টুর্নামেন্ট। জানা গিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইএসএল। দেশের সেরা ফুটবল ক্লাবগুলো দ্বৈরথ কিভাবে দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা, প্রকাশ্যে এসেছে সেই তথ্যও। জানা গিয়েছে, এবার সরাসরি আইএসএল সম্প্রচার করবে স্পোর্টস ১৮। অনলাইন স্ট্রিমিং হবে জিও সিনেমায়। 

Advertisement

আইএসএলের আগামী মরশুমে টুর্নামেন্টের নিয়মে একাধিক বদল আসতে চলেছে। এই মুহূর্তে আইএসএলের ক্লাবগুলি ছয়জন বিদেশি ফুটবলার সই করাতে পারে। যদিও মাঠে নামতে পারেন চারজন ফুটবলার। যার মধ্যে একজন হতে হবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য দেশগুলির মধ্যে। অস্ট্রেলিয়াকেও ধরা হয় সেই তালিকায়। মোহনবাগানে যেমন দিমিত্রি পেত্রাতোসরা রয়েছেন, তেমনই ইস্টবেঙ্গলে আছেন হিজাজি মাহের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন মরশুমে এই নিয়ম বদলাতে পারে।

[আরও পড়ুন: সরকারি চাকরি প্রত্যাখান করলেন সরবজ্যোত সিং

এশিয়ান ফুটবলারের কোটা তুলে দেওয়া ছাড়াও বেতনের পরিমাণের সীমা বাড়ানো হতে পারে। এতদিন পর্যন্ত যা ছিল ১৬.৫ কোটি টাকা। কিন্তু খবর অনুযায়ী, তা ১৮ কোটি করা হবে। যদিও দেশি বা বিদেশি, দুজন ফুটবলার স্যালারি ক্যাপের বাইরে নেওয়া যেতে পারবে। এতদিন শুধুমাত্র একজন মার্কি প্লেয়ারের জন্য প্রযোজ্য ছিল এই নিয়ম। ফলে প্লেয়ার সই করানোর ক্ষেত্রে ক্লাবগুলো অনেকটা স্বাধীনতা পেতে পারে।

লিগ শিল্ড চ্যাম্পিয়ন হিসাবে এবারের আইএসএল শুরু করবে মোহনবাগান। অন্যদিকে, আইএসএল কাপ ফাইনাল জয়ী হিসাবে অভিযান শুরু করবে মুম্বই সিটি এফসি। যদিও ডার্বি কবে হবে, সেই দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। আগামী দিনে লিগের বিস্তারিত সূচি প্রকাশিত হবে। তখনই জানা যাবে ডার্বির দিনক্ষণ।  

[আরও পড়ুন: কলকাতা লিগে বিএসএসের সঙ্গে ড্র মহামেডানের, পয়েন্ট নষ্ট করেই চলেছে সাদা-কালো শিবির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএসএলের আগামী মরশুমে টুর্নামেন্টের নিয়মে একাধিক বদল আসতে চলেছে। এই মুহূর্তে আইএসএলের ক্লাবগুলি ছয়জন বিদেশি ফুটবলার সই করাতে পারে।
  • এশিয়ান ফুটবলারের কোটা তুলে দেওয়া ছাড়াও বেতনের পরিমাণের সীমা বাড়ানো হতে পারে।
  • লিগ শিল্ড চ্যাম্পিয়ন হিসাবে এবারের আইএসএল শুরু করবে মোহনবাগান।
Advertisement